ঘন কুয়াশায় সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ-উড্ডয়ন বন্ধ

ঘন কুয়াশার কারণে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বিমান অবতরণ ও উড্ডয়ন বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিমানবন্দর এলাকায় দৃষ্টিসীমা ছিল মাত্র ৫০ মিটার। এজন্য সকাল ৮টা থেকে কোনো এয়ারলাইনসের বিমান অবতরণ করতে পারেনি।
সৈয়দপুর বিমানবন্দর কতৃপক্ষ জানায়, সকাল ৭টা ২০ মিনিটে ইউএস বাংলা, ৭টা ৩০ মিনিটে নভোএয়ারের এই দুটি এয়ারক্রাফ্ট দৃষ্টিসীমা কম থাকায় অবতরণ করতে পারেনি। এতে করে বিমানবন্দরে আটকা পড়েছে শতাধিক বিমানের যাত্রী।
জানতে চাইলে সৈয়দপুর বিমানবন্দর ইনচার্জ সুপ্লব কুমার ঘোষ জানায়, ঘন কুয়াশায় আজ বিমান চলাচল ব্যাহত হচ্ছে। শীতকালে আগামী ২৯ অক্টোবর থেকে নতুন শিডিউল মেনে বিমান চালাচল পরিচালনা করা হবে।
সৈয়দপুরে গত ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
এসএন
