ফেনীতে টিউবওয়েলের নিম্নমানের কাজ নিয়ে ক্ষোভ

ফেনীতে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবসে র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত সভায় জেলায় বসানো টিউবওয়েলগুলোর কাজ নিয়ে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন বক্তারা। এ সময় তারা দ্রুত প্রতিকার দাবি করেন। প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান।
সভায় বক্তারা জানান, ফেনীতে বিগত সময়ে বসানো টিউবওয়েলগুলোর কাজ একেবারেই নিম্নমানের হয়েছে। কমদামী, নকল পাইপ দিয়ে দায়সারাভাবে কাজ করেছে ঠিকাদারী প্রতিষ্ঠান। এ ছাড়াও কাজ চলমান থাকার সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রয়োজনীয় নজরদারি করেননি। এমতাবস্থায় কয়েক মাসের মাথায় এসব চাপকল বিকল হয়ে পড়ে আছে।
ফেনী জেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. সফিউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান। এতে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ড. মঞ্জুরুল আহসান, অতিরিক্ত পুলিশ সুপার দীন মোহাম্মদ।
সভায় বক্তব্য রাখেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. হাসান আলী, গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মো. আকতার হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নাসির উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন পাটোয়ারী, সিভিল সার্জন কার্যালয়ের এমও ডা. আসিফুদ্দৌলা, সাংবাদিক মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, যতন মজুমদার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা, এনজিও প্রতিনিধিসহ সুশীল সমাজের ব্যক্তিরা।
এসআইএইচ
