কুড়িগ্রামে প্রতিপক্ষের হামলায় ভাই-বোন নিহত

কুড়িগ্রাম সদরের কাঠালবাড়ী ইউনিয়নে আম গাছের ডাল কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় দুই ভাই বোনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হন তিনজন। বুধবার (২৬ অক্টোবর) রাত ৯টার দিকে কাঠালবাড়ী ইউনিয়নের রায়পুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।
নিহতরা হলেন-আবুল কালাম আজাদ (৭২) ও তার বড় বোন সকিনা বেগম (৭৪)। আহতরা হলেন-নিহত আবুল কালাম আজাদের ছেলেসহ দুইজন।
স্থানীয়রা ও পুলিশ জানায়, বুধবার দিনের বেলায় বাড়ির পাশের আম গাছের ডাল কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে রাত ৯টার দিকে লাঠিসোটা নিয়ে আবুল কালামের বাড়িতে এসে হামলা চালায় প্রতিবেশী দুলাল মিয়া। এ সময় আবুল কালাম আজাদ ও তার বড় বোন সকিনা বেগম গুরুতর আহত হয়। পরে তাদের কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে। তাদের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহারিয়ার খান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এসআইএইচ
