রংপুর মহানগর জাতীয় পার্টির নেতৃত্বে ফের মোস্তফা-ইয়াসির

রংপুর মহানগর জাতীয় পার্টির ত্রি-বার্ষিক সম্মেলনে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন দলটির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান এস এম ইয়াসির।
মঙ্গলবার সন্ধ্যায় আগামী তিন বছরের জন্য তাদের নাম ঘোষণা করেন সম্মেলনের প্রধান অতিথি ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। একই সাথে আসন্ন রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে জাপার প্রার্থী হিসেবে মোস্তফার নাম ঘোষণা করেন।
নগরীর পাবলিক লাইব্রেরী মাঠে বিকেল সাড়ে তিনটায় সম্মেলন শুরু হয়। মহানগর জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম ইয়াসির এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্টির চেয়ারম্যান জিএম কাদের এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মহাসচিব মুজিবুল হক চুন্নু।
বিশেষ বক্তা ছিলেন দলটির অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। অতিথি হিসেবে ছিলেন দলের সিনিয়র কো-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক এমপি আনিসুল ইসলাম মন্ডল, জাতীয় পার্টির এমপি আদেলুর রহমান আদেল, জেলা জাপার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল মাসুদ চৌধুরী নান্টু, সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক।
সম্মেলনকে ঘিরে দুপুর থেকে মহানগরের ৩৩ টি ওয়ার্ডের জাতীয় পার্টি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুনে সুসজ্জিত হয়ে, ঢাক ঢোল বাজনা বাজিয়ে মিছিল নিয়ে শ্লোগানে শ্লোগানে সম্মেলন স্থলে জড়ো হন। এসময় নেতাকর্মীদের পথচারনায় জাতীয় পার্টির সম্মেলন জনসভায় পরিণত হয়।
এএজেড
