আটোয়ারীতে দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা

পঞ্চগড়ের আটোয়ারীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি অভিযানে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশ খাবার উৎপাদন ও মেয়াদউত্তীর্ন কীটনাশক রাখার দায়ে দুই প্রতিষ্ঠানকে আট হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে আটোয়ারী উপজেলার বলরামপুর বাজারে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পঞ্চগড় কার্যালয়ের সহকারি পরিচালক পরেশ চন্দ্র বর্মন এই জরিমানা করেন।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, আটোয়ারীর উপজেলার বলরামপুর বাজারে বাজার তদারকিমূলক অভিযানে সুমি বেকারিতে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশ খাবার উৎপাদন করায় ছয় হাজার এবং ভাই ভাই ট্রেডার্স এ মেয়াদউত্তীর্ণ কীটনাশক রাখার দায়ে দুই হাজার টাকা জরিমানা আরোপ ও নগদ আদায় করা হয়।
পঞ্চগড় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক পরেশ চন্দ্র বর্মন বলেন, বাজার তদারকিমূলক নিয়মিত অভিযানের অংশ এই ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। একই সাথে ব্যবসায়ীদের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য সতর্কতামুলক প্রচারণাও করা হয়।
এএজেড
