ঘূর্ণিঝড় সিত্রাং, টেকনাফে দুই জনের মৃত্যু

কক্সবাজারের টেকনাফে ঘূর্ণিঝড়ের কবলে জাহাজ থেকে পড়ে মিয়ানমারের এক নাগরিকের মৃত্যু হয়েছে। ওই ব্যক্তির নাম শৌমিং (৭১)। সোমবার রাতে এই দুর্ঘটনা ঘটে।
মিয়ানমারের আকিয়াব বন্দর থেকে চাল, আদা, আচার, শুঁটকিসহ বিভিন্ন ধরনের পণ্য নিয়ে টেকনাফ স্থলবন্দরে এসেছিল যাবুয়াং নামের জাহাজটি। ওই জাহাজে ১৬ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। শৌমিং ওই জাহাজের বাবুর্চি ছিলেন।
স্থলবন্দর পরিচালনাকারী সংস্থা ইউনাইটেড ল্যান্ডপোর্ট টেকনাফ লিমিটেডের মহাব্যবস্থাপক (হিসাব) মো. জসিম উদ্দিন চৌধুরী এ দূর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।
ঘূর্ণিঝড়ের সময় টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া এলাকার একটি পুকুরে পড়ে সোহেনা (৯) নামের এক শিশু মারা গেছে। সে ওই এলাকার বাসিন্দা জাফর আলমের মেয়ে। গতকাল বিকেল চারটার দিকে পুকুরের পাড় দিয়ে যাওয়ার সময় ঘূর্ণিঝড়ের কবলে পড়ে সোহেনা পুকুরে পড়ে নিখোঁজ ছিল।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান।
এএজেড
