টেলিফোন ও বিদ্যুৎ পরিস্থিতি উন্নতিতে কাজ চলছে
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সোমবার (২৪ অক্টোবর) সকাল থেকে বিদ্যুৎহীন পড়ে উপকূলীয় বরগুনা। মঙ্গলবার (২৫ অক্টোবর) মধ্য রাতে পরিস্থিতি কিছুটা উন্নতি হলে বরগুনা পৌর এলাকায় বিদ্যুৎ সংযোগ দিতে সক্ষম হয় বিদ্যুৎ বিভাগ। তবে এখনো বিদ্যুৎ বন্ধ রয়েছে জেলার অধিকাংশ এলাকায়।
বরগুনার পল্লী বিদ্যুৎ গ্রাহকদের অভিযোগ, গত ২৪ ঘন্টা ধরে বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তিতে পড়ছেন গ্রাহকেরা। আবহাওয়া ভালো হলেও কর্তৃপক্ষ ঢিলেঢালা ভাবে মেরামতের কাজ করছেন। দ্রুত বিদ্যুৎ সমস্যা সমাধানের দাবি গ্রাহকদের। অপরদিকে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের দাবি, বিচ্ছিন্ন সংযোগ মেরামতের কাজ চলছে। অল্প সময়ের মধ্যে সমস্যা সমাধান হবে বলে আশাবাদী তারা।
পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি বরগুনা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আকবর আলী সেখ বলেন, ঝড়ো বাতাসের কারণে বিদ্যুৎ লাইনে ক্রটি দেখা দিয়েছে। বিভিন্ন এলাকায় লাইনের ওপর গাছ আছে। সেগুলো পুরোপুরি অপসারণ করা হলে বিদ্যুৎ সরবরাহ চালু করা যাবে। তিনি আরও বলেন, ইতিমধ্যে আমরা বেশ কিছু এলাকায় বিদ্যুৎ দিতে সক্ষম হয়েছি। আশা করি অল্প সময়ের মধ্যে এ সমস্যা সমাধান হবে।
ওয়েষ্ট জোন পাওয়ার ডিষ্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) বরগুনা নির্বাহী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) অতিব বিশ্বাস বলেন, বরগুনা পৌর এলাকায় রাতেই বিদ্যুৎ সংযোগ দিতে পেরেছি। তবে গাছ পড়ে যেসকল স্থানে সংযোগ বিচ্ছিন্ন হয়েছে তা সচল করার জন্য মাঠে কাজ চলছে। সিত্রাংয়ে তান্ডবে উপকূলীয় বরগুনায় বিদ্যুৎ সংযোগের পাশাপাশি ক্ষতিগ্রস্ত টেলিফোন লাইনের সংযোগের উন্নতির জন্যও কাজ চলছে।
বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) এর বরগুনা সহকারী ব্যবস্হাপক টেলিকম মো. ফিরোজ আলম জানান, যেসকল স্থানে টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন হয়েছে তা সচল করার জন্য মাঠে কাজ চলছে।
উল্লেখ্য, আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী গতকাল সোমবার (২৪ অক্টোবর) সন্ধ্যার পর উপকূল অতিক্রম করতে শুরু করে ঘূর্ণিঝড় সিত্রাং এবং মধ্যরাতে শক্তি হারিয়ে স্থল নিম্নচাপে পরিণত হয় ঘূর্ণিঝড়টি। আজ এটি ধীরে ধীরে আরও দুর্বল হয়ে গুরুত্বহীন হয়ে পড়বে।
এএজেড