বালু চুরির অপরাধে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

নীলফামারীর ডোমারে নদীর স্তুপকৃত বালু ট্রাক্টর দিয়ে চুরি করার অপরাধে, আবু তাহের নামে এক ট্রাক্টর মালিককে এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এই দণ্ড প্রদান করেন। আবু তাহের উপজেলার হরিনচড়া ইউনিয়নের পুর্ব হরিনচড়ার হাচেন আলীর ছেলে।
জানা গেছে, সকালে উপজেলার দেওনাই নদী খননের স্তুপকৃত বালু, দুটি ট্রাক্টর দিয়ে নিয়ে যাচ্ছিলেন ট্রাক্টর মালিক আবু তাহের। কোন প্রকার লিজ ছাড়া বালু নিয়ে যাওয়ার খবর পেয়ে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস হ্যাপি অভিযান চালিয়ে ট্রাক্টর দুটি আটক করে।
পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ট্রাক্টর মালিক আবু তাহেরকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ১৫(১) ধারায় এক লক্ষ টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালতকে ডোমার থানা পুলিশ সহযোগীতা করেন।
এএজেড
