ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ফসলের ব্যাপক ক্ষতি, একজনের মৃত্যু

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ব্রাহ্মণবাড়িয়ায় গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে জেলার বিভিন্ন আঞ্চলিক সড়কে গাছ ভেঙে পড়েছে। এ সময় ঘরের উপর গাছ ভেঙ্গে পড়ে একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়াও ঝড়ের কারণে জেলার চলতি আমন ধানসহ সবজির ক্ষতি হয়েছে।
কৃষি বিভাগ জানিয়েছে, জেলায় চলতি মৌসুমে ৯৪৯ হেক্টর জমিতে শীতকালীন বিভিন্ন সবজির আবাদ হয়েছিল। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে মাসকলাই, ফুলকপি, বাঁধাকপিসহ ৮৩ হেক্টর বিভিন্ন রকম শাক-সবজির জমি আক্রান্ত হয়েছে। এ ছাড়াও চলতি আমন মৌসুমে ৫৪ হাজার ৫০৬ হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে। কিন্তু ঘূর্ণিঝড়টির কারণে কোনো কোনো স্থানে জমির ধানি গাছ কিছুটা হেলে পড়েছে। এতে আমন উৎপাদনে কোনো বিরুপ প্রভাব পড়বে না বলে মনে করছেন তারা।
এ ব্যাপারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক শস্য মুন্সী তোফায়েল হোসেন জানান, আমন ফসল ঘরে তুলতে আরো দুই সপ্তাহ সময়ে লাগবে। তবে যেসব জমির ধান ৮০ ভাগ পেকেছে সেসব ধান কর্তনের জন্য ব্লক সুপারভাইজারদের মাধ্যমে কৃষকদের নির্দেশনা দেওয়া হয়েছে। যেসব কৃষক ক্ষতিগ্রস্ত হবে প্রণোদনা পাওয়া গেলে তাদের অগ্রাধিকার ভিত্তিতে সার্বিক সহযোগিতা করা হবে।
এদিকে জেলার কসবায় ঝড়ের সময় ঘরের উপর গাছ ভেঙ্গে পড়ে জয়নাল আবেদীন ভুইয়া নামের এক ব্যক্তির মৃত্যু হয়। সোমবার (২৪ অক্টোবর) গভীর রাতে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধ্বজনগর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে।
কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ উল আলম জানান, রাতে প্রচণ্ড ঝড়ের সময় ঘুমন্ত অবস্থায় থাকা জয়নাল আবেদীন ভুইয়ার ঘরের উপর গাছ ভেঙ্গে পড়ে। এতে চাপা পড়ে জয়নালের মৃত্যু হয়। এ ঘটনায় তার স্ত্রী আহত হয়েছে।
এসআইএইচ
