মিরসরাইয়ে ড্রেজার ডুবে ৮ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের মিরসরাই ইকোনমিক জোন সংলগ্ন সাগর উপকূলে একটি বালুবাহী ড্রেজার ডুবে ৮ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে ড্রেজারডুবির ঘটনা ঘটে।
খবর পেয়ে আগ্রাবাদ থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল সকাল ৯টার দিকে ঘটনাস্থলে পৌঁছে। উদ্ধার কাজে অংশ নেয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
নিহত শ্রমিকদের মধ্যে ৬ জনের পরিচয় জানা যায়। তারা হলেন- ইমাম মোল্লা, মাহমুদ মোল্লা, শাহীন মোল্লা, আল আমিন, মো. তারেক ও বাশার। বাকি দুজনের পরিচয় জানা যায়নি। ড্রেজারটি থেকে কেবল একজন শ্রমিক তীরে আসতে সক্ষম হন। নিহত শ্রমিকরা পটুয়াখালী সদর উপজেলার জৈনকাঠী এলাকার বাসিন্দা বলে নিশ্চিত করেন তিনি।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ হারুন পাশা জানান, বঙ্গোপসাগরে বালুবাহী একটি ড্রেজার ডুবে যায়। আমরা নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে অভিযান পরিচালনা করছি।
শ্রমিকদের বরাতে তিনি জানান, দুর্ঘটনার পর অন্য শ্রমিকরা তাদের উদ্ধারের চেষ্টা করেন। তখন তারা ড্রেজারের ভেতর আটকা পড়া শ্রমিকদের মৃত অবস্থায় দেখতে পান। মরদেহ উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে।
এসজি
