ঘরের উপর গাছ পড়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে কুমিল্লার নাঙ্গলকোটে ঘরের উপর গাছ পড়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২৪ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার হেসাখাল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন-হেসাখাল খামার পাড়া গ্রামের নিজাম উদ্দিন (২৮), তার স্ত্রী সাথী আক্তার (২৪) এবং তাদের শিশু কন্যা লিজা (৪)।
তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে হেসাখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল বাহার মজুমদার জানান, রাতে প্রবল বেগে বাতাস শুরু হলে তাদের ঘরের উপর একটি গাছ ভেঙ্গে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
এ ব্যাপারে নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হান মেহেবব জানান, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ঝড়ে গাছ পড়ে একই পরিবারের তিনজনের মৃত্যুর খবর পেয়েছি। পরে বিস্তারিত জানাতে পারব।
এদিকে সিত্রাংয়ের প্রভাবে ঝড়ো বাতাসে কুমিল্লার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এর মধ্যে দাউদকান্দিতে গাছ ভেঙে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ ছাড়াও মহাসড়কের ধীতপুর, হাসানপুর ও ইলিয়টগঞ্জ এলাকায় বেশ কয়েকটি গাছ ভেঙে পড়ে। এতে বন্ধ হয়ে পড়ে যান চলাচল। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ চালায়।
অপরদিকে কুমিল্লার নাঙ্গলকোটের মাহিনী এলাকায় গাছ পড়ে ভেঙ্গে যায় রাইসমিলের চাল, কবরস্থানের দেওয়াল।
তা ছাড়াও লাকসাম উপজেলার বেশ কিছু স্থানে গাছ ভেঙে পড়ে রাস্তা বন্ধ হয়ে আছে। ফায়ার সার্ভিস জানায়, তারা কাজ করছে।
এসআইএইচ
