ওয়ারেন্ট নিয়ে প্রকাশ্যে ঘুরছে আওয়ামী লীগ নেতার ছেলে

ব্রাহ্মণবাড়িয়ায় প্রবাস ফেরত এক যুবকের মোটরসাইকেল চুরির মামলায় স্বপ্নীল সাইফুর রহমান ওরফে অপু গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। অপু ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুজিবুর রহমান বাবুল ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তারের ছেলে। গত ৩১ আগস্ট ব্রাহ্মণবাড়িয়া সদর জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত অপু ও তার সহযোগী আশরাফুল ইসলাম অয়ন ওরফে পাভেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, জেলা শহরের পূর্ব মেড্ডা এলাকার মৃত কুতুবুর রহমানের ছেলে সজিব মিয়া ১৫/১৬ বছর সৌদি আরবে প্রবাসী ছিলেন। ২০২০ সালের আগষ্টে দেশে ছুটিতে আসলে করোনা মহামারির কারণে তিনি আর সৌদিতে ফিরে যেতে পারেননি। এরই মাঝে স্বপ্নীল সাইফুর রহমান ওরফে অপুর সঙ্গে সজিবের বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠে। অপু কাজীপাড়ার বাসিন্দা হলেও পাইকপাড়ায় রাজ ভবনের পরিবারের সঙ্গে ভাড়া বাসায় বসবাস করেন। চলতি বছরের ১৪ এপ্রিল রাতে অপুর পাইকপাড়া বাসায় পূর্ব পরিকল্পিত ভাবে সজীবকে নিয়ে যায়। এ সময় অপু তার কাজ আছে বলে বাসা থেকে বের হয়ে গেইটের কাছে আসলে আগে থেকে উৎ পেতে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সজিবকে আটকের চেষ্টা করে। এ সময় অপু ও তার সঙ্গে থাকা আরও দুইজন কিল-ঘুষি মেরে সজিবকে আহত করে তার প্যান্টের পকেটে থাকা মোটরসাইকেলের চাবি ছিনিয়ে নিয়ে যায়। এরপরে সজিবকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করে তারা। পরে জানা যায়, সজিবকে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার দেখানো হয়। এ সময় মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায় অপু। যা ঘটনাস্থলের সিসি টিভি ক্যামেরার ফুটেজে প্রমাণ পাওয়া যায়।
এ ঘটনায় সজিবের স্ত্রী সুমাইয়া আক্তার রিমা গত ২৮ এপ্রিল অপুসহ আরও অজ্ঞাত দুইজনকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলাটি তদন্ত করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রতিবেদন দাখিল করতে আদেশ দেন। তদন্তকালে সজিবের মোটরসাইকেলটি উদ্ধার করে জব্দ করে পুলিশ। এরই মাঝে এলাকাবাসী অপুর প্রধান সহযোগী আশরাফুল ইসলাম অয়ন ওরফে পাভেলকে আটক করে। এ সময় পাভেল স্ব-প্রনোদিত হয়ে ভিডিও বক্তব্যে জানায়, ‘পাভেলের একটি মোটরসাইকেল অপু আটক করে রেখেছে। অপুর সঙ্গে যদি সজিবের মোটরসাইকেলটি নিতে সাহায্য করে তাহলে পাভেলের মোটরসাইকেলটি ফেরত দিয়ে দিবে অপু। তাই ঘটনার দিন সজিবের মোটরসাইকেলের চাবি দিলে চালিয়ে নিয়ে যায় পাভেল।’
পরে তদন্তে মোটরসাইকেল চুরির বিষয়ে সত্যতা পাওয়ার কথা উল্লেখ্য করে আদালতে প্রতিবেদন দাখিল করেন পুলিশ। ঘটনাস্থলের ভিডিও, পাভেলের দেওয়া জবানবন্দির ভিডিও এবং উদ্ধার হওয়া মোটরসাইকেলটিও জব্দ তালিকায় আদালতে জমা দেন।
এরপরে আদালত এই মামলায় স্বপ্নীল সাইফুর রহমান ওরফে অপু ও তার সহযোগী আশরাফুল ইসলাম অয়ন ওরফে পাভেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। তবে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেও গত দুই মাসেও গ্রেপ্তার করা হয়নি অপু ও তার সহযোগীকে।
এ বিষয়ে মামলার বাদী সজিবের স্ত্রী সুমাইয়া আক্তার রিমা বলেন, 'কয়েকদিন আগে আমরা নিজেরা ৯৯৯-এ কল দিয়েছিলাম। কিন্তু পুলিশ আসার আগেই অপুকে ছিনিয়ে নিয়ে যায় তার বাবা-মা। তাকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই।'
এ ব্যাপারে গ্রেপ্তারি পরোয়ানা তামিলের দায়িত্বে থাকা সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) ইব্রাহীম আকন্দ জানান, 'অপু ও তার সহযোগী পাভেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তাদেরকে আমরা গ্রেপ্তারের চেষ্টা করছি। আশা করছি অচিরেই তাদের গ্রেপ্তার করতে পারব।
এসআইএইচ
