ছোট ভাইয়ের কারণে আওয়ামী লীগ প্রার্থীর হার!
পঞ্চগড় জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তার ছোট ভাইয়ের কারণে হেরেছেন বলে মন্তব্য করেছেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম পল্লব। তিনি আজ শনিবার রাতে পঞ্চগড় প্রেস ক্লাব হলরুমে জেলা পরিষদ নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, সদ্য সমাপ্ত জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু তোয়বুর রহমানের ছোট ভাই আবু বকর সিদ্দিক ২০১৬ সালের জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে হেরে ভোটারদের কাছে ভোটের জন্য দেয়া অর্থ মামলা ও পেশি শক্তির ভয় দেখিয়ে ফেরত নিয়েছিলেন। তা এবারের নির্বাচনে প্রভাব ফেলেছে। জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ জেলা নেতৃবৃন্দের কারণে জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী ২৩১ ভোট পেয়েছিলেন। তার ব্যাক্তি ইমেজে নয়।
তিনি আরও বলেন, আবু বকর সিদ্দিক দলের একজন সিনিয়র নেতা হয়ে দলীয় সভানেত্রী সহ সকলের সিদ্ধান্তের বিরুদ্ধে বক্তব্য সংগঠনের দলীয় শৃংখলা পরিপন্থি। দলীয় নেতাদের বিরুদ্ধে দেয়া বক্তব্য মিথ্যা দাবী করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে দলীয় সভানেত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
সংবাদ সম্মেলনে জেলা ও পৌর আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতারা বক্তব্য রাখেন। এসময় জেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগসহ জেলার বিভিন্ন গণমাধ্যেমের কর্মীরা উপস্থিত ছিলেন।
এএজেড