বর্তমান সরকার মুনাফেকি ও মিথ্যবাদী: এমপি হারুন
বিএনপির যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য হারুন-অর রশিদ এমপি বলেছেন, বর্তমান সরকার মুনাফেকি ও মিথ্যবাদী সরকার, সরকার যে কথা বলে তার সাথে কাজে কোন মিল নাই। সরকার ভোট চুরি করে ক্ষমতায় আছে,তারপরও সরকার বলে যে তারা জনগণের ভোট নিয়ে ক্ষমতায় আছে। সুতরাং আগামী ২৯ তারিখ সরকারের যতোই বাধা আসুক না কেন সমস্ত বাধ্য অপেক্ষা করে রংপুরের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।
শনিবার (২৯ অক্টোবর) বিকেলে রংপুর বিভাগীয় গনসমাবেশ সফল করতে পঞ্চগড় কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির উদ্যোগে প্রস্ততি সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব হারুন-অর রশিদ এমপি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আগামী ২৯ তারিখ যে রংপুর বিভাগীয় সমাবেশ হতে যাচ্ছে তার মূল লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে,দেশের আজ গনতন্ত্র,দেশের অর্থনীতি, দেশের স্বাধীনতা সমস্ত কিছু আজ বিপন্ন৷ মানুষের অধিকার আজ হারিয়ে ফেলেছে আমরা এই যে লড়াই, এই যে মুক্তির সংগ্রাম আমরা শুরু করেছি, এই মুক্তির সংগ্রামে বিজয়ী হওয়ার জন্যই আমরা তৃনমূল নেতা কর্মীদেরকে নিয়ে মিলিত হয়েছি। রংপুর বিভাগীয় সমাবেশের মধ্যে দিয়ে এই হাইনা সরকারকে, অবৈধ সরকারকে আমরা বিদায় জানাবো ইনশা-আল্লাহ।
এসময় উক্ত সভায় প্রস্ততি জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চুর সভাপতিত্বে ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হারুন অর রশিদ এমপি।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবীব দুলু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও সহ-সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম প্রমুখ। বিএনপির প্রস্তুতি সভায় জেলার ৫ উপজেলার, তিনটি পৌরসভার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এএজেড