জাজিরায় আধিপত্য বিস্তারে সংঘর্ষ, নিহত ১
শরীয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ফিরোজ সরদার (৩৫) নামে একজন নিহত হয়েছে। শুক্রবার (২১ অক্টোবর) বিকালে উপজেলার সেনেরচর ইউনিয়নের চরধুপুরিয়া কাচারি কান্দি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত ফিরোজ ওই এলাকার খালেক সরদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবত সেনেরচর ইউনিয়নের প্রভাবশালী সাদেক সরদার ও সাবেক ইউপি সদস্য বাদশা সরদার গ্রুপের সাথে খবির সরদার ও বর্তমান ইউপি সদস্য দেলোয়ার সরদার গ্রুপের বিরোধ চলে আসছিল। তারই ধারাবাহিকতায় শুক্রবার বিকালে ফের সাদেক সরদার ও সাবেক ইউপি সদস্য বাদশা সরদার গ্রুপ এবং খবির সরদার ও বর্তমান ইউপি সদস্য দেলোয়ার সরদার গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে।
এতে উভয় পক্ষ অন্তত ৫০ থেকে ৬০টি হাতবোমা ও ককটেলের বিস্ফোরণের ঘটনা ঘটায়। সংঘর্ষে বোমার আঘাতে স্থানীয় খালেক সরদারের ছেলে ফিরোজ সরদার (৩৫) নামের একজন নিহত হয়েছে। এছাড়াও অন্তত ১৫ জন আহত হয়েছে। নিহত ফিরোজ সরদার সাদেক সরদার ও বাদশা সরদার গ্রুপের সমর্থক।
এছাড়াও সাদেক সরদার ও বাদশা সরদার গ্রুপের হাবিব সরদার (৪৩), যার পায়ে টেটা বিদ্ধ হয়েছে। এছাড়া খবির সরদার ও দেলোয়ার সরদার গ্রুপের রফিক সরদার (৪৫), যার চোখে-মুখে টেটাবিদ্ধ হয়েছে। উভয় পক্ষই তাদের প্রতিপক্ষের অন্তত ২৫ টি বাড়ি ঘরে হামলা চালায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও দেশীয় অস্ত্র উদ্ধার করে এবং কয়েকজনকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। স্থানীয়রা নিহত ফিরোজ সরদারকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কিছুক্ষণ পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের চাচী তাহমিনা বেগম বলেন, আমার বাবায় কালকে আইছে ঢাকারতোন দাওয়াত খাইতে। এমনে খবির সরদারের লোকেরা আমার বাবারে মাইরা হালাইলো আমি ওগো বিচার চাই, এ বিষয়ে জানতে চাইলে, খবির সরদারকে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ ব্যাপারে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, সংঘর্ষের বিষয়ে জানার সাথে সাথেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে কিছু দেশিও অস্ত্র ও কয়েকজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
এএজেড