স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে স্ত্রীর মৃত্যু

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় স্বামীর মোটর সাইকেল থেকে পড়ে আনোয়ারা খানম আনু (৪০) নামে এক মাদ্রাসা শিক্ষিকার মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ অক্টোবর) সকালে জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ডিগ্রি কলেজের সামনে তেঁতুলিয়া -বাংলাবান্ধা মহাসড়কে এ দুঘটনাটি ঘটে। নিহত ওই শিক্ষিকা উপজেলার শালবাহান বাজার এলাকার জহির রায়হানের স্ত্রী। তিনি শালবাহান দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষিকা ছিলেন।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ওই মাদ্রাসা শিক্ষিকার তিনি তার স্বামীর সাথে মোটর সাইকেল যোগে দিনাজপুর যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। এসময় পথেমধ্যে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ডিগ্রি কলেজের সামনে গেলে হঠাৎ একটি কুকুরের সাথে তাদের মোটর সাইকেলের সংঘর্ষ ঘটে৷
এসময় মোটরসাইকেলের পিছনে বসে থাকা ওই শিক্ষিকা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয় এবং মাথায় প্রচণ্ড আঘাতপ্রাপ্ত হয়। পরে স্থানীয়দের সহায়তায় দ্রুত তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন, সড়ক দূর্ঘটনায় এক মাদ্রাসা শিক্ষিকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
এএজেড
