'রক্তাক্ত সেই নারীকে হত্যা করে সিএনজি চালক'
টাঙ্গাইলের ভূঞাপুরে গভীর সিএনজিতে ওঠা যাত্রী মালা (৩২) কে হত্যা করেছে সিএনজি চালক মোবারক হোসেন। বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিকালে হত্যার বিষয়টি স্বীকার করে ১৬৪ ধারায় টাঙ্গাইল আদালতে জবানবন্দি দিয়েছেন তিনি। তবে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনাটি অস্বীকার করে আসছিল। অভিযুক্ত মোবারক হোসেন ভূঞাপুর পৌর এলাকার বামনহাটা গ্রামের ইসহাক আলী আকন্দের ছেলে।
এ বিষয়টি ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফরিদুল ইসলাম সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিএনজি চালক গুরুত্বপূর্ণ তথ্য দেন। পর বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়। সে তার সিএনজিতে ওঠা যাত্রী মালাকে হত্যার বিষয়টি স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। কি কারণে তাকে হত্যা করে হয়েছে তা পরবর্তীতে জানানো হবে।
এর আগে সিএনজি যাত্রী মালাকে হত্যার ঘটনায় সন্দেহজনকভাবে সিএনজি চালক মোবারক হোসেন বুধবার (১৯ অক্টোবর) আটক করে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। এতে তিনি অস্বীকার করলেও গুরুত্বপূর্ণ তথ্য দেয় বলে জানায় পুলিশ। এর মধ্যেই বুধবার দিন রাতেই অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করে মালার ভাই শাহীন খান।
গত ১৮ অক্টোবর রাত ৩টার দিকে উপজেলার তারাই কবরস্থানের পাশ থেকে অচেতন ও রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত (মালাকে) দেখে স্থানীয়রা জরুরি সেবা ৯৯৯-এ নম্বরে ফোন করে। পরে পুলিশ তাকে উদ্ধার উপজেলা স্বাস্থ্যকপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। মালা গোপালপুর উপজেলার নলীন গ্রামের দেলোয়ার খানের স্ত্রী ও অর্জুনা ইউনিয়নের জগৎপুড়া গ্রামের তারা খানের মেয়ে। মালা তিন সন্তানের জননী।
এএজেড