'যুগ যুগ ধরে ভারত বাংলাদেশের বন্ধুত্ব অটুট থাকবে'

পঞ্চগড়ে স্বরাস্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মুক্তিযুদ্ধের সময় অকৃত্তিম বন্ধু হিসেবে সহযোগিতা করেছিল ভারতবর্ষ। আমি ব্যাক্তিগতভাবে বিএসএফের সহযোগিতা পেয়েছি। আমি সেই দিনগুলি স্বরণ করছি। এই রিট্রেট প্যারেড একটি ভ্রাতৃপ্রতিম অবস্থায় যে দুই দেশ চলছে তারই একটি সাক্ষর এখানে দেখানো হয়েছে। আমরা মনে করি যুগ যুগ ধরে আমাদের বন্ধুত্ব অটুট থাকবে। দুই দেশের সঙ্গে আমাদের বন্ধুপ্রতিম দেশ হিসেবে সম্পর্ক আরো গভীরে যাবে। আমরা আশা করি আমরা এক সাথে চলবো। একসাথে উন্নয়নের গান গাইবো।
তিনি আজ বৃহস্পতিবার বিকেলে পঞ্চগড় ১৮ বিজিবির আয়োজনে পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্টে বিজিবি নির্মিত রিট্রিট প্যারেডের দর্শক গ্যালারির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন, করোনার জন্য বাংলাবান্ধা দিয়ে যাত্রী পারাপার বন্ধ ছিল। আমরা খুব শ্রীঘ্রই দুই দেশের আলোচনার মাধ্যেমে এ সমস্যার সমাধান হবে।
এসময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ, পঞ্চগড় ০১ আসনের সাংসদ মজাহারুল হক প্রধান, রংপুর বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাস, রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল আলিম মাহমুদ, বিজিবির উত্তর পশ্চিম রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এবিএম নওরোজ এহসান, শিলিগুড়ি বিএসএফের নর্থ বেঙ্গল ফ্রন্ট্রিয়ারের আইজি অজয় সিং, পঞ্চগড়ের জেলা প্রশাসক জহুরুল ইসলাম, পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা সহ বিজিবি বিএসএফের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে মন্ত্রী পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্টে বেলুন ও পায়রা উড়িয়ে বিজিবি নির্মিত রিট্রিট প্যারেডের দর্শক গ্যালারির উদ্বোধন করেন। এসময় তিনি রিট্রিট প্যারেড চত্বরে একটি বৃক্ষরোপন করেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামণায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়। পরে বিজিবি বিএসএফের আয়োজনে যৌথ রিট্রিট প্যারেড অনুষ্ঠিত হয়। এসময় গ্যালারিতে বসে রিট্রিট প্যারেড উপভোগ করেন মন্ত্রী। প্যারেড শেষে দুই দেশের মধ্যে শুভেচ্ছা বিনিময় ও মিষ্টি বিতরণ করা হয়।
এএজেড
