রংপুরে পুলিশি বাধায় বিএনপির মিছিল পণ্ড

রংপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল পুলিশি বাধায় পণ্ড হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ে দলীয় কার্যালয়ের গলি থেকে মিছিল নিয়ে সড়কে আসতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়।
এ পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের বাদানুবাদ হয়। এসময় গলির সামনেই সংক্ষিপ্ত সমাবেশ করে কর্মসূচি শেষ করে চলে যান বিএনপি নেতাকর্মীরা।
সমাবেশে বক্তব্য দেন মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামু, সদস্য সচিব মাহফুজুন্নবী ডনসহ বিএনপির অংগ সংগঠনের নেতারা। তারা বক্তব্যে অভিযোগ করেন, পুলিশ তাদের সভা-সমাবেশ করতে দিচ্ছে না।
নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম মানুষের নাগালের বাইরে চলে গেছে। মানুষ এখন পেট ভরে খেতে পারছে না। এই অবস্থায় সরকার দেশ পরিচালনা করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। অযোগ্য আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে জনগণ নামিয়ে নিরপেক্ষ দল নিরপেক্ষ সরকার গঠন করবে বিএনপি।
এএজেড
