সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাকে মারধরের অভিযোগ
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা ইয়াজ উদ্দিনকে মারধরের অভিযোগ উঠেছে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হারুন উর রশিদের বিরুদ্ধে। বর্তমানে সাটুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন ইয়াজ উদ্দিন।
জানা গেছে, আগামী শনিবার (২২ অক্টোবর) সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বীর মুক্তিযোদ্ধা ইয়াজ উদ্দিন ও সাবেক ইউপি চেয়ারম্যান হারুন উর রশিদ।
হাসপাতালে চিকিৎসাধীন ইয়াজ উদ্দিন সাংবাদিকদের জানান, তিনি সভাপতি পদপ্রার্থী হওয়ায় হারুন উর রশিদ নাখোশ হন। বুধবার (১৯ অক্টোবর) রাত ৮টার দিকে হারুন কয়েকজনকে নিয়ে তার বাড়িতে হামলা চালায়। এসময় তাকে বেধড়ক মারধর করা হয়। এ ঘটনায় তার বাড়ির কয়েকজন সদস্যও আহত হন। রাতেই তাকে আহত অবস্থায় সাটুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ইয়াজ উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, যুদ্ধ করে দেশ স্বাধীন করলাম। আর আমাকে অপমানিত হতে হয় নির্বাচনে অংশ নিয়ে। এর সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।
ইয়াজ উদ্দিনের মেয়ে সাটুরিয়া উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি আক্তার বলেন, রশিদ, হজরত, হাসান, রাজিব, রফিকসহ আরও কয়েকজনকে নিয়ে চেয়ারম্যান হারুন বাড়িতে এসে আমার বাবা, ভাইদেরকে পিটিয়ে আহত করেছে। আমার মুক্তিযোদ্ধা বাবাকে চরম অপমান করেছে। আমরা এই ঘটনায় শাস্তি দাবি করি।
এদিকে অভিযোগের বিষয়টি অস্বীকার করে হারুন উর রশিদ উল্টো অভিযোগ করেন, ইয়াজ উদ্দিনই তাকে গালাগালি করেছেন।
এ বিষয়ে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস বলেন, বীর মুক্তিযোদ্ধাসহ আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। লিখিত অভিযোগের জন্য তার পরিবারের সদস্যরা এসেছেন। অভিযোগের প্রেক্ষিতে আমরা আইনগত ব্যবস্থা নিব।
এসজি