টেকনাফে আড়াই হাজার টাকার জন্য যুবক খুন

কক্সবাজারের টেকনাফে আড়াই হাজার টাকার জন্য ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন। বুধবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে টেকনাফ সদরের কেরুনতলী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মো. করিম (৩০) টেকনাফ সদর ইউনিয়নের বরইতলী এলাকার সাবের আহমদের ছেলে।
স্থানীয়রা জানান, মাত্র আড়াই হাজার টাকার লেনদেনকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। বরইতলী এলাকার নুর মোহাম্মদের সাথে মোহাম্মদ করিমের মানবপাচারের টাকার লেনদেন ছিল। হঠাৎ করে পাওনা টাকা নিয়ে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে হাতাহাতির পর্যায়ে চলে যায়। এ সময় নূর মোহাম্মদ ধারাল ছুরি দিয়ে মোহাম্মদ করিমকে উপর্যুপরি কুপিয়ে মারাত্মক জখম করে । এ বিষয়টি দেখে স্থানীয় লোকজন এগিয়ে এলে নুর মোহাম্মদ পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় করিমকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে যায়। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক সুব্রত দেব জানান, নিহত ব্যক্তির শরীরে ছুরির আঘাত রয়েছে। তাকে হাসপাতালে আনার আগেই মারা যায়।
এ ব্যাপারে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাফিজুর রহমান জানান, খুনের বিষয়টি এলাকার লোকজনদের মাধ্যমে জানার পর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিকে আইনের আওতায় আনতে অভিযান চলছে।
এসআইএইচ
