আহত শ্রমিকের মৃত্যু: ফের উত্তপ্ত খাতুনগঞ্জ, পণ্য ওঠানামা বন্ধ

টানা কয়েক দিনের অস্থিরতার পর স্বাভাবিক না হতেই চট্টগ্রামের ব্যবসা বাণিজ্য প্রাণ কেন্দ্র চাক্তাই-খাতুনগঞ্জের পরিস্থিতি ফের উত্তপ্ত হয়ে উঠেছে। আজ বুধবার (১৯ অক্টোবর) ভোরে আহত শ্রমিক হাসপাতালে মারা যাওয়ার পর ফের সব ধরনের পণ্য ওঠানামা বন্ধ হয়ে যায়। পুরো খাতুনগঞ্জজুড়ে বিক্ষোভ মিছিল করছেন শ্রমিকরা।
এর আগে সোমবার (১৭ অক্টোবর) কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে শ্রমিক মাসুদ মাঝি গুরুতর আহত হয়। এ ঘটনার জের ধরে মঙ্গলবার (১৮ অক্টোবর) দিনভর ধর্মঘট পালন করেন শ্রমিকরা। এ নিয়ে আলোচনার পর মঙ্গলবার সন্ধ্যা থেকে ফের পণ্য ওঠানামা কাজ শুরু করে তারা।
এদিকে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে আহত ওই শ্রমিক বুধবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। তার নাম মাসুদ মাঝি (৪৫)।
খাতুনগঞ্জ আড়তদার সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন বলেন, গেল সোমবার দুপুরে মো. মাসুদ নামে এক শ্রমিকের সঙ্গে এক পিকআপ চালকের কথা কাটাকাটি হয়। সন্ধ্যার দিকে পিকআপ চালক তারা কিছু সন্ত্রাসী নিয়ে এসে মাসুদকে ছুরিকাঘাত করে। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সারাদিন শ্রমিকরা ধর্মঘট পালন করেন। পরে মঙ্গলবার বিকালে শ্রমিকদের নিয়ে বৈঠকে বসেন ব্যবসায়ী সমিতি। বৈঠকে হামলাকারীদের বিচারের আওতায় আনার ঘোষণা দিলে শ্রমিকরা কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দেন। তবে আহত ওই শ্রমিক হাসপাতালে মারা যাওয়ায় পরিস্থিতি আবার থমথমে হয়ে উঠেছে। বুধবার সকাল থেকেই তারা বিক্ষোভ মিছিল করছেন।
এসআইএইচ
