বিএনপির গণসমাবেশ সফলে প্রস্তুতিমূলক সভা

আগামী ২৯শে অক্টোবর রংপুর বিভাগীয় গণসমাবেশ সফল করতে দিনাজপুরের হিলিতে বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে প্রস্তুতিমূলক সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। হাকিমপুর উপজেলা ও পৌরবিএনপির আয়োজনে মঙ্গলবার বিকেলে হিলি বাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা আন্দোলনের মাধ্যমে বেগম খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ তত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে দুর্বার আন্দোলন গড়ে তুলতে নেতাকর্মীদের প্রতি আহবান জানান। সেই সাথে ২৯ শে অক্টোবর রংপুর বিভাগীয় মহাসমাবেশ সফল করতে নেতাকর্মীদের উপস্থিতিসহ নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়।
হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন, সাধারন সম্পাদক বখতিয়ার আহমেদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আকরাম হোসেন, সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন, ভাইসচেয়ারম্যান ও বিএনপি নেত্রী পারুল নাহারসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ অনেকে।
এএজেড
