শেখ রাসেলের জন্মদিনে 'হ্রদের বুকে নৌকা বাইচ'

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে রাঙামাটির নীল জলের কাপ্তাই হ্রদে অনুষ্ঠিত হল নৌকা বাইচ প্রতিযোগীতা। এতে অংশগ্রহণকারী ও দর্শকরা আনন্দিত এবং উচ্ছাস প্রকাশ করে। অন্যদিকে এমন আয়োজন নিয়মিত করার আশ্বাস আয়োজকদের।
হ্রদ পাহাড় আর লেকে ঘেরা রাঙামাটি। শেখ রাসেলের জন্মদিনকে স্মরণীয় করে রাখার জন্য ১৮ অক্টোবর মঙ্গলবার বিকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পৃষ্ঠপোষকতায় ও রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। কাপ্তাই হ্রদের মধ্যম টিলার হতে রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
হ্রদের পাড়ে শতশত লোক এ নৌকা বাইচ প্রতিযোগীতা উপভোগ করেন। বোটে করে নৌকা বাইচ দেখার জন্যও অনেকে আসেন। এ আয়োজনে চারটি ইভেন্টে মোট ৪২টি দল অংশগ্রহণ করেন। পুরুষ দলের পাশাপাশি অংশ নেয় নারী দলও। নৌকা বাইচ প্রতিযোগীতা শেষে সাম্পান দ্বৈত প্রথম পুরস্কার ১০ হাজার, ২য় পুরস্কার ৮হাজার, ৩য় বিজয়ীকে ৫হাজার টাকা, বড় নৌকা পুরুষ ও মহিলা ১ম বিজয়ীদের ৫০ হাজার টাকা, ২য় বিজয়ীদের ৩৫হাজার টাকা, ৩য় বিজয়ীদের ২৫হাজার টাকা বিজয়ীদের মাঝে অর্থ পুরস্কার প্রদান করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। এছাড়াও অতিথি হিসেবে রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল ইমতিয়াজ উদ্দিন, পুলিশ সুপার মীর আবু তৌহিদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, মেয়র আকবর হেসেন চৌধুরী উপস্থিত ছিলেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, পৃথিবীতে অনেক নেতাকে হত্যা করার নজির আছে তবে স্বপরিবারের কোন নেতাকে হত্যার কোন নজির নেই। বঙ্গবন্ধু একমাত্র নেতা যাঁর পুরো পরিবারকে হত্যা করেছে। রাঙ্গামাটিতে বহু জাতীগেষ্ঠীর বসবাস কোন অপ্রপচারে যাতে এ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট না হয় সেদিকে সকলকে সজাগ থাকার আহবানও জানানো হয়।
জেলা ক্রীড়া সংস্থান সাধারণ সম্পাদক শফিউল আজম বলেস, শেখ রাসেলের জন্মদিনকে স্মরনীয় করে রাখার জন্য আমাদের এ আয়োজন। পুরস্কার বিতরণ শেষে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।
এএজেড
