গাইবান্ধা উপনির্বাচন: অনিয়মের তদন্ত শুরু

গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের উপনিবার্চনের অনিয়ম খতিয়ে দেখতে তদন্ত কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশনের (ইসি) গঠিত তদন্ত কমিটি।
মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল ৯টা থেকে গাইবান্ধা সার্কিট হাউজ হলরুমে প্রথম দিনের তদন্ত কার্যক্রম শুরু করে তদন্ত কমিটি।
তদন্ত কমিটির সভাপতি ও নির্বাচন কমিশনার অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, সদস্য যুগ্ম সচিব কামাল উদ্দিন বিশ্বাস, যুগ্ম সচিব শাহেদুন্নবী চৌধুরী গাইবান্ধা সার্কিট হাউজ হলরুমে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, গণমাধ্যমকর্মীসহ নির্বাচন সংশ্লিষ্টদের মতামত নেওয়াসহ তদন্ত কার্যক্রম শুরু করেন।
আজ মঙ্গলবার প্রথম দিন ফুলছড়ি উপজেলার ১১ জন প্রিজাইডিং অফিসার, ৬৬ জন সহকারী প্রিজাইডিং অফিসার, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ৫৫ জন পোলিং এজেন্ট, গাইবান্ধা জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মোত্তালেব, ফুলছড়ি উপজলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল সোবাহান ও ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওছার আলী, ফুলছড়ি প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক এবং গণমাধ্যমকর্মীসহ ১৩৬ জনের শুনানি গ্রহণ করবেন।
এসজি
