রুমা ও রোয়াংছড়ি ভ্রমণে নিরুৎসাহিত করছে প্রশাসন

বান্দরবানের রুমা ও রোয়াংছড়ি উপজেলায় জঙ্গীদের ধরতে অভিযান চালাবে যৌথবাহিনী। অপ্রীতিকর ঘটনা এড়াতে এই দুই উপজেলায় পর্যটক ভ্রমণে যাতায়াতে নিরুৎসাহিত করা হচ্ছে। সোমবার (১৭ অক্টোবর) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।
তিনি আরও জানান, পাহাড়ে থাকা জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে যৌথবাহিনী। এসময় অনেকে বান্দরবানে ভ্রমণ করতে আসছেন। অনেক পর্যটক না জেনে পাহাড়ের বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে যান। তাই পর্যটকদের নিরাপত্তার কথা চিন্তা করে যৌথবাহিনীর অনুরোধে ওই দুই উপজেলায় পর্যটক ভ্রমণ করতে নিরুৎসাহিত করা হচ্ছে।
তিনি আরও জানান, যৌথ বাহিনীর অভিযান শেষ হলে ওই দুই উপজেলায় আবারও পর্যটকদের ভ্রমণের জন্য খুলে দেয়া হবে। বান্দরবানের মাইক্রো জিপ মাহেন্দ্র মালিক সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ নাসিরুল আলম বলেন, নির্দেশনা পাওয়ার পর এ দুটি উপজেলায় পর্যটবাহী গাড়ি যাতায়াত বন্ধ রাখতে বলা হয়েছে।
জানা যায়, পার্বত্য চট্টগ্রামের দুর্গম পাহাড়ে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ক্যাম্পে প্রশিক্ষণ শিবির স্থাপন করে প্রশিক্ষণ নিচ্ছে জঙ্গীরা। আইনশৃঙ্খলা বাহিনীর জন্য এখন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এই জঙ্গীরা। জঙ্গীদের নির্মূলে বান্দরবান পার্বত্য জেলার দূর্গম এলাকাগুলোতে অভিযান চালাচ্ছে যৌথবাহিনী।
এএজেড
