দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন যুবলীগ নেতা
আওয়ামী যুবলীগের সম্মেলনে দলের কোনো পদ-পদবি না পেয়ে ক্ষোভে ক্ষুব্ধ হয়ে দুধ দিয়ে গোসল করে আজীবনের জন্য আওয়ামী লীগের রাজনীতি ও দলের সব কার্যক্রম ত্যাগ করলেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের ১নং ওয়ার্ডের যুবলীগ নেতা সানোয়ার হোসেন।
শুধু তাই নয়, নিজের ব্যবহত মোটরসাইকেল ও দোকানের সামনেও দুধ ছিটান সানোয়ার। রাজনীতি থেকে চিরবিদায় ও না করার প্রতিজ্ঞা করে এমন কাণ্ড ঘটান তিনি।
রবিবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার আজগানা ইউনিয়নের ১নং ওয়ার্ডের খাটিয়ার হাট বাজারে তিনি দুধ দিয়ে গোসল করেন। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোড হলে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।
ক্ষুব্ধ সানোয়ার হোসেন বলেন, আওয়ামী লীগের এই দুর্নীতিগ্রস্ত দল থেকে অব্যাহতি নিলাম। আওয়ামী লীগের কোনো রাজনীতি বা দলের কোনো কার্যক্রম ও কোনো নেতার সঙ্গে থাকব না। কান ধরে উঠবস করছি। আওয়ামী লীগের রাজনৈতিক কোনো অনুষ্ঠানে যাব না। মরার আগে আমি আওয়ামী লীগের হয়ে মরতে চাই না। আমি মুসলমান, কালেমা পড়ে মরতে চাই। এই জালেমদের হাত থেকে বাঁচতে চাই।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৫ অক্টোবর) উপজেলার আজগানা ইউনিয়নের ১নং ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে ৩ জন সভাপতি পদে এবং ৩ জন সাধারণ সম্পাদক পদে প্রার্থী ছিলেন। আহ্বায়ক কমিটিতে ব্যবসায়ী সানোয়ার হোসেনও একজন সভাপতি প্রার্থী ছিলেন। পরে উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ-যুবলীগের নেতারা একটি আহ্বায়ক কমিটি গঠন করেন। আজগানা ইউনিয়নের ১নং ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক করা হয় রোমান সরকারকে এবং যুগ্ম আহ্বায়ক করা হয় সুরুজ আলমকে। এ ছাড়া সেখানে কার্যকরী নির্বাহী সদস্য-১ নম্বরে রাখা হয় সানোয়ার হোসেনকে। এতে ক্ষুব্ধ হয়ে সানোয়ার স্থানীয় খাটিয়া বাজারে দুধ দিয়ে গোসল করেন। এসময় সানোয়ার তার ব্যবহৃত মোটরসাইকেল দুধ দিয়ে ভেজান এবং দোকানে দুধ ছিটান।
এ ঘটনায় ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল লতিফ সিকদার বলেন, সানোয়ার হেসেন ওয়ার্ড যুবলীগের সভাপতি পদপ্রার্থী ছিলেন। তবে দলের কার্যক্রম এগিয়ে নেওয়ার জন্য সাংগঠনিকভাবে ঊর্ধ্বতন নেতাদের সিদ্ধান্তই চূড়ান্ত। সানোয়ার হোসেন দল থেকে মৌখিকভাবে পদত্যাগ করেছেন শুনেছি। তবে দুধ দিয়ে গোসল করার সিদ্ধান্ত যার যার ব্যক্তিগত। এ ছাড়া তিনি মূলত ওই বাজারের একজন দোকানদার।
এর আগে ২০১৮ সালের মে মাসে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাত্র ১৪৯ ভোটে পরাজিত হয়ে ক্ষোভ-দুঃখে দুধ দিয়ে গোসল করে রাজনীতি থেকে চিরবিদায় ও ভবিষ্যতে নির্বাচন না করার ঘোষণা দিয়েছলেন উপজেলার অলোয়া ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাবেক ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. রহিজ উদ্দিন আকন্দ।
এসজি