উখিয়ায় ২ রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের হামলায় দুই রোহিঙ্গা নেতার মৃত্যু হয়েছে। শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে ১৯নং ক্যাম্পের একটি দোকানের সামনে এ ঘটনা ঘটে।
নিহত মো. ইউনুস (৩৮) ক্যাম্পের সহকারী মাঝি ছিলেন এবং তিনি ১৩নং ক্যাম্পের এফ/২ ব্লকের মৌলভী সৈয়দ কাসিমের ছেলে। এ ঘটনায় আহত ক্যাম্পের প্রধান মাঝি মো. আনোয়ার রাত ৯টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি একই ব্লকের মৃত নুর মোহাম্মদের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. ফারুক আহমেদ।
তিনি জানান, দুর্বৃত্তরা উখিয়ার ১৯নং রোহিঙ্গা ক্যাম্পের এ/১৮ ব্লকের একটি দোকানের সামনে দুই রোহিঙ্গা নেতাকে উপর্যুপরি কুপিয়ে আহত করে। এতে ঘটনাস্থলেই ইউনুস মারা যান। আর আহত অবস্থায় আনোয়ারকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, ১৫-২০ জন তাদের উপর হামলা চালায়। ঘটনার পরপরই ঘটনাস্থলে এপিবিএনের ফোর্স মোতায়েন করা হয়েছে। হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এসজি
