ফেনীতে মেয়রসহ ৩ জন গুলিবিদ্ধের ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

ফেনী নদীতে বালু উত্তোলনকে কেন্দ্র করে বারইয়ারহাটের মেয়রসহ তিনজন গুলিবিদ্ধের ঘটনায় ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক রিপনকে প্রধান আসামি করে ২০ জনের নামে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
পুলিশ জানায়, এ ঘটনায় শুক্রবার (১৪ অক্টোবর) সকালে সোনাগাজী মডেল থানায় ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৭/৮ জনের বিরুদ্ধে মামলা করেন মামলার বাদী মিজানুর রহমান। এ মামলায় শাকিল ও নুর আলম নামে দুইজন এজাহার নামীয় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
মামলা দায়েরের তথ্য নিশ্চিত করে সোনাগাজী মডেল থানার ওসি খালেদ হোসেন বলেন, আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চালাচ্ছে।
এর আগে শুক্রবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় মুহুরি সেচ প্রকল্প সংলগ্ন ফেনী নদীর কলমীর চর এলাকায় বালু উত্তোলনের বিরোধের জের ধরে গুলিবিদ্ধ হন মিরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকনসহ তিনজন। আহতরা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এসআইএইচ
