মাকে বাঁচাতে নিজেকে ১০ বছরের জন্য বিক্রির ঘোষণা

বান্দরবান সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী আনোয়ারুল ইসলাম মামুন। ক্যান্সারে আক্রান্ত তার মা । চিকিৎসা করাতে গিয়ে ইতিমধ্যে সব টাকা খরচ হয়ে গেছে। মাকে বাঁচানোর জন্য নিজেকে বিক্রির জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়েছেন মামুন।
শুক্রবার (১৪ অক্টোবর) নিজেকে শ্রমিক হিসেবে ১০ বছরের জন্য বিক্রির ঘোষণা দিয়ে ফেসবুকে পোস্ট দেন তিনি।
খোঁজ নিয়ে জানা গেছে, আলীকদম উপজেলার সদর ইউনিয়নের পান বাজারের বাসিন্দা আনোয়ারুল ইসলাম মামুন। তিন মাস আগে মা খালেদা বেগমের জরায়ু ক্যান্সার ধরা পড়ে। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক এম এ আউয়ালের তত্ত্বাবধানে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে কেমু থেরাপি দেওয়া হয় । মামুনের সর্বমোট ১৪ লাখ টাকা খরচ হয়েছে। তার মধ্যে ব্যক্তিগত ৮ লাখ টাকা আর বাকিটা ধার নেওয়া। উপায় না পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শ্রমিক হিসেবে নিজেকে ১০ বছরের জন্য বিক্রি করার ঘোষণা দিয়ে স্ট্যাটাস দেন আনোয়ারুল ইসলাম মামুন।
এ ব্যাপারে মো. আনোয়ারুল ইসলাম মামুন জানান, মায়ের জরায়ু ক্যান্সার শনাক্ত হয় গত চার মাস আগে, তখন থেকে চিকিৎসা চালাচ্ছি। জরায়ু ক্যান্সারে স্টেজ ফোর । বাম পাশের কিডনি নষ্ট হয়ে গেছে । ডান পাশেরটা চলমান রাখার জন্য অপারেশনের মধ্য দিয়ে পাইপ বসানো হয়েছে। বর্তমানে টাইফয়েড হয়েছে।
তিনি আরো জানান, মায়ের জন্য আমি সব করতে পারি । মাকে বাঁচাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে ১০ বছরের জন্য শ্রমিক হিসেবে বিক্রি করতে ঘোষণা দিয়েছি।
মামুন জানান, আমার পিতা আমাকে পড়ালেখা করিয়েছেন । উন্নত শিক্ষার সুযোগ করে দিয়েছেন । তিনি এখন বৃদ্ধ । আর এই বয়সে আমি যদি মা আর বাবার দায়িত্ব নিতে না পারি তবে আমি সন্তান হিসেবে ব্যর্থ ।
তিনি বলেন, সমাজের বিত্তবানরা যদি আমার মায়ের জন্য সহযোগিতা করেন তাদের কাছে কৃতজ্ঞ থাকব। গ্রামে অল্প কিছু জায়গা আছে মায়ের চিকিৎসার জন্য সেই সম্বলটুকু বিক্রি করে দিব। অন্যদেরও সহযোগিতা চাই।
এরই মধ্যে সহযোগিতার জন্য ০১৩২১১৯৯৬২৭ একটি বিকাশ নম্বর দিয়েছেন মামুন।
এসআইএইচ
