শরীয়তপুরে পদ্মা নদীতে ট্রলার ডাকাতি

ফাইল ছবি
শরীয়তপুরের নড়িয়ায় যাত্রীবাহী একটি ট্রলারে ডাকাতি হয়েছে। শুক্রবার (১৪ অক্টোবর) উপজেলার নওপাড়ায় পদ্মা নদীতে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এ ঘটনা ঘটে। এসময় ট্রলারে থাকা যাত্রীদের জিম্মি করে নগদ অর্থ স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুটে নেয় ডাকাত দলের সদস্যরা।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নওপাড়ার স্থানীয় মো. মাসুদ রানা জানান, মুন্সিগঞ্জ জেলার দিঘীরপাড় বাজার থেকে শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে নওপাড়ার উদ্দেশে ট্রলারটি ছেড়ে আসে। ট্রলারটি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নওপাড়া এলাকার গুচ্ছ গ্রামের কাছাকাছি পৌঁছালে স্পিড বোর্ড যোগে এসে একদল ডাকাত দেশীয় অস্ত্র দিয়ে ট্রলারের যাত্রীদের জিম্মি করে ফেলে। এসময় যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা।
ভুক্তভোগী যাত্রী আনিস হাওলাদার ও সালাউদ্দিন মোল্লার বরাত দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক মো. মাসুদ রানা বলেন, আমার বাড়ি নওপাড়ায় আমাদের এলাকার আনিস হাওলাদার ও সালাউদ্দিন মোল্লা ডাকাতির বিষয়ে আমাকে জানিয়েছে। একটি স্পিডবোর্ড যোগে দেশীয় অস্ত্র নিয়ে একদল ডাকাত তাদেরসহ ওই ট্রলারে যারা ছিল সবার মিলিয়ে অন্তত ৩ লাখ টাকা, মোবাইল ফোন এবং নারীদের সঙ্গে থাকা স্বর্ণালংকার নিয়ে গেছে ডাকাতরা।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. আবির হোসেন বলেন, ট্রলার ডাকাতির বিষয়টি শোনার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ঘটনার বিষয়ে এখনো জানা যায়নি। এই বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
এসএন
