ব্যারিস্টার সুমনের খেলা দেখতে এসে নিহত ১, আহত ২০
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ঐতিহাসিক শেখ রাসেল মিনি স্টেডিয়ামের নেই কোনো গ্যালারি। আবার নেই কোনো সীমানা প্রাচীর। জরাজীর্ণ মাঠ নিয়ে শুক্রবার (১৪ অক্টোবর) বিকেলে পাঁচবিবির রাধানগর খেলোয়াড় কল্যাণ সমিতির সঙ্গে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির খেলা হয়। মাঠের চারিদিকে দর্শক কানায় পরিপূর্ণ।
ব্যারিস্টার সুমনের ফুটবল খেলা দেখতে মাঠে হাজির হয়েছে কয়েক হাজার মানুষ। কেউ জাম গাছে ডালে আবার কেউ তাল গাছে চড়ে খেলা উপভোগ করছেন। কিন্তু খেলার আনন্দ যেন নিমিষেই বিষাদময় হয়ে উঠে। দর্শকের ভারে ভেঙে যায় পাঁচবিবি সমিরুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিনের ছাউনি। এতে খোরশেদ আলম (২০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাটের পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম।
নিহত খোরশেদ আলম জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার রামপুরা রানীপুকুর গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে। এ ঘটনায় আহত আরও ২০ জন দর্শক হাসপাতালে ভর্তি রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, জয়পুরহাটের পাঁচবিবিতে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের ফুটবল খেলা দেখতে আসে হাজারও মানুষ। মাঠে জায়গা না পেয়ে পাঁচবিবি সমিরুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিনের ছাউনিতে উঠে অন্তত ১৫০ জন বসে খেলা দেখছিলেন। খেলার ২০ মিনিট পর হঠাৎ দর্শকের চাপে টিনের চালা ভেঙে নিচে পড়ে। এতে ২০ জন দর্শক আহত হন। তাঁদের মধ্যে গুরুতর আহত একজনকে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে খোরশেদ আলম নামে এক তরুণের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী মধ্যে শোকের মাতম চলছে। গ্যালারিবিহীন মাঠে মাইকিং করে এত বড় আয়োজন মোটের উচিত হয়নি বলে জানান। ক্ষুব্ধ হয়ে আরও বলেন দ্রুত মাঠে গ্যালারি নির্মাণ সহ মাঠ সংস্কারের দাবি জানান।
এএজেড