খেলাধুলার মাধ্যমে সমাজ হবে মাদকমুক্ত: ব্যারিস্টার সুমন
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ঐতিহাসিক শেখ রাসেল মিনি স্টেডিয়ামে শুক্রবার (১৪ অক্টোবর) বিকালে পাঁচবিবির রাধানগর খেলোয়াড় কল্যাণ সমিতির বিপক্ষে মাঠে নামে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের দল ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।
ব্যারিস্টার সুমনের ম্যাচ দেখতে মাঠে হাজির হন হাজারও মানুষ। এমনকি মাঠের আশপাশে দর্শকদের ঢল নামে। ম্যাচ শুরুর ২০ মিনিটের মধ্যেই দর্শকদের ভারে ভেঙে যায় পাঁচবিবি সমিরুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিনের ছাউনি। এতে কয়েকজন আহত হন। তাদের উদ্ধার করে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ম্যাচ শুরুর আগে ব্যারিস্টার সুমন বলেন, জয়পুরহাট থেকে হবিগঞ্জের দূরত্ব এতটাই বেশি যে এখানে আসতে ১৫ ঘণ্টা সময় লাগে। অথচ হবিগঞ্জ থেকে লন্ডন যাইতে সময় লাগে ৮ ঘণ্টা। আমি জয়পুরহাটে এসে অবাক হয়েছি, এখানকার মানুষ খুব সহজ, সরল, নিরীহ এবং অতিথিপরায়ণ। চিন্তা করার কারণ নাই, আমরা জয়পুরহাটকে হারাতে আসি নাই, আমরা আত্মীয়তা করতে আসছি। আমি আজকে এখানে ফুটবল খেলার মধ্য দিয়ে এই জয়পুরহাটের মানুষের সঙ্গেও আত্মীয়তা করতে চাই।
তিনি আরও বলেন, আমাদের হবিগঞ্জের চুনারুঘাট একটা সীমান্তবর্তী এলাকা। এই জয়পুরহাটের পাঁচবিবিও সীমান্তবর্তী এলাকা। ফলে দুটি মাদকের এলাকা। তাই আমরা সবাই মিলে একত্র হয়ে খেলাধুলার মাধ্যমে সীমান্তবর্তী এলাকাগুলোকে মাদকমুক্ত করে সুস্থ সমাজ ও সোনার বাংলা গড়াব।
খেলার উদ্বোধনকালে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা চেয়ারম্যান মুনিরুল শহিদ মুন্না। খেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরমান হোসেন। এসময় পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব, মেয়র হাবিবুর রহমান হাবিব প্রমুখ উপস্থিত ছিলেন।
এসজি