রাজার সাজে হাতি নিয়ে বিয়ে করতে গেলেন বর!
রাজা-বাদশাদের মতোই হাতিতে চড়ে বিয়ে করতে যাবে। সামনে পিছনে সঙ্গে থাকবে বরযাত্রী বহর। যে ভাবনা সেই কাজ। এমন পরিকল্পনা অনুযায়ী ঠিক সেভাবেই ৫ কিলোমিটার দূরত্বে হাতির পিঠে চড়ে রাজার সাজে ছেলেকে বিয়ে দিলেন নওগাঁ ধামইরহাট উপজেলা সদরের বাসিন্দা নজরুল ইসলাম। শুক্রবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলা থেকে বরযাত্রী রওনা হয় কনে বাড়ি পাশের গ্রাম বেলঘড়িয়ায়। এই বাদশাহী বিয়ে নিয়ে এলাকায় চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। বর রাসেল স্থানীয় মানব সেবা নামে একটি সামাজিক সংগঠনের সভাপতি।
জানা যায়,বর নওগাঁর জেলার ধামইরহাট উপজেলা সদরের বাসিন্দা নজরুল ইসলামের ছেলে। তিনি মানব সেবা নামে একটি সামাজিক সংগঠনের সভাপতি। হাতির পিঠে সওয়ারী হয়ে বিয়ে করতে গেছেন রাজা-বাদশারা। সেই রাজ প্রথা আর রাজকীয়তা এখন দূর অতীত। কিন্তু এখনো অনেকে শখের বশে হাতির পিঠে চড়ে বিয়ে করতে যান।
এমনই এক ইচ্ছা পূরণে আজ শুক্রবার হাতির পিঠে সওয়ার হলেন রাসেল নামে এক যুবক। রাসেলের জন্ম ধামইরহাট উপজেলার আলমপুর ইউনিয়নে শিববাটি গ্রামে। কিন্তু ধামইরহাট থেকে বরযাত্রী রওনা হয় কনে বাড়ির উদ্দেশ্যে। কনের বাবার বাড়ি পাশের গ্রাম বেলঘড়িয়া। মাঝে ৫ কিলোমিটার দূরত্ব। বর-কনে দুই পরিবার'ই সম্ভ্রান্ত।
পরিবারের লোকজনরা জানান, রাসেল তার দাদার খুব প্রিয় নাতি। তার ছোট বেলায় দাদা রাজকীয় বিয়ের অছিয়ত করেছিলেন। সেই ইচ্ছা পূরণ করতে রাজকীয় বিয়ের আয়োজন করা হয়। বিয়ে বাড়ীতে এক সপ্তাহ ধরে চলে প্রস্তুতি। অর্ধ লক্ষ টাকায় হাতি ভাড়া করে আনা হয়েছে। আত্নীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের দাওয়াত করে হচ্ছে বড় অনুষ্ঠান। চলছে হৈ হুল্লোড় ও ভূরিভোজ।
এএজেড