চকরিয়ায় দুর্বৃত্তদের হামলায় যুবক খুন

কক্সবাজারের চকরিয়ার দুর্বৃত্তদের হামলায় এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাত ১১টার দিকে চকরিয়া উপজেলার বদরখালী ফেরিঘাট স্টেশনে এ ঘটনা ঘটে।
নিহত রাসেল আজম বাহাদুর (৩৬) বদরখালী কলেজপাড়া এলাকার বাসিন্দা সাবেক ইউপি সদস্য নুরুল ইসলাম বাহাদুরের ছেলে। তিনি পেশায় একজন গাড়ি চালক ছিলেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাসেল প্রতিদিনের ন্যায় গাড়ি চালিয়ে স্টেশনে চা-পান খেয়ে ফেরিঘাটে গিয়ে বসে। কিছুক্ষণ পর কয়েকজন লোক মুখ বাঁধা অবস্থায় এসে তার পেটে উপর্যুপরি ছুরিকাঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তার চিৎকার শুনে ছুটে আসার আগেই দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করে । পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলেও অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।
এ বিষয়টি নিশ্চিত করে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি চন্দন কুমার চক্রবর্তী জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় কারা জড়িত তা উদঘাটনের চেষ্টা চলছে।
এসআইএইচ
