ভূমি অফিস কর্মচারীকে আহত করায় কারাদণ্ড

ফেনীর পরশুরাম পৌর ভূমি অফিসের কর্মচারীকে মারধর করে মারাত্বক ভাবে আহত করার অপরাধে ফরিদ উদ্দিন আহমেদ (৫৫) নামের একজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সে উপজেলার বক্সমাহমুদ এলাকার চারিগ্রামের মো. হাফেজের ছেলে। ফরিদ উদ্দিন আহমেদ ঢাকার একটি বিমা প্রতিষ্ঠানে কর্মরত। এ সময় আরও দুই জন মুছলেখা দিয়ে ছাড়া পায়। তারা হলেন- ফুলগাজী উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মরত আবদুল মান্নান ও আলী আহাম্মদ।
বৃহস্পতিবার বিকেলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী এই দণ্ডাদেশ দিয়েছেন। এসময় ৫০০ টাকা জরিমানা ও আদায় করা হয়। দণ্ডাদেশের পর পরশুরাম থানা পুলিশের কাছে সোপর্দ করা হলে পরশুরাম থানার পুলিশ ফরিদকে বৃহস্পতিবার সন্ধ্যায় কারাগারে প্রেরণ করে।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী জানান, পৌর ভূমি অফিসের কর্মচারীকে মারধর করে মারাত্বক জখম করার অপরাধে ১৮৬০ এর ৩৫২ ধারায় সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড ও আদায় করে আসামীকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, ফরিদ উদ্দিন আহমেদ, আবদুল মান্নান ও আলি আহাম্মদকে সাথে নিয়ে পৌর ভূমি অফিসে তারা খারিজের তথ্য জানতে চায়। এসময় তার নথি নম্বর বলতে না পারায় পৌর ভূমি অফিসের অফিস সহায়ক শহিদুর রহমানের সাথে বাকবিতণ্ডতায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে ভূমি অফিসের কর্মচারীদের মারধর করে মারাত্বক ভাবে জখম করে। আহত ফয়েজুল্লাহ আনোয়ার বর্তমানে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
এএজেড
