কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

কক্সবাজারের চকরিয়া ও মহেশখালীতে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুই জন নিহত হয়েছেন। মহেশখালীতে বিদ্যুৎ চালিত ইজিবাইক (টমটম) চাপায় মারুফ (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের সাইরার ডেইল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু মারুফ ওই গ্রামের আলতাফ মিয়ার ছেলে ও দক্ষিণ সাইরার ডেইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ি যাওয়ার জন্য মারুফ রাস্তার পাশে দাড়িয়েছিল। এ সময় বেপরোয়া গতির একটি ইজিবাইক (টমটম) সড়ক থেকে রাস্তার পাশে দাড়ানো শিশু মারুফকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারুফের মৃত্যু হয়। ঘটনার পরপরই ইজিবাইক চালককে আটক করে স্থানীয়রা। এই বিষয়ে মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রনব চৌধুরী জানান, ইজিবাইকসহ চালককে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।
অন্যদিকে, চকরিয়ার মালুমঘাটে হানিফ পরিবহনের চাপায় ইজিবাইকের (টমটম) এক যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ইজিবাইকের চালকসহ আরো তিনজন। নিহত হলেন, মোজাহেরুল হক। তিনি চকরিয়া মাইজপাড়ার ৭ নং ওয়ার্ডের বাসিন্দা। মোজাহেরুল হক হায়দারনাশী মোহাম্মদীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক ছিলেন।
প্রত্যক্ষদর্শী স্থানীয় আ.লীগ নেতা শেখ শহীদ সিকদার জানান, বিকাল সাড়ে তিনটায় মালুমঘাট বাজার থেকে ইজিবাইকটি যাত্রী নিয়ে গন্তব্যে যাচ্ছিলেন। এসময় চট্টগ্রাম থেকে আগত কক্সবাজার অভিমুখী একটি হানিফ পরিবহনের বাস দ্রুত গতিতে আসছিলেন। ব্রিজের কাছাকাছি আসা মাত্রই বাসটি ইজিবাইককে চাপা দিলে তিন থেকে চারজন আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মোজাহরুল হক মারা যান।
এ বিষয়ে জানতে মালুমঘাট হাইওয়ে পুলিশের ইনচার্জ খোকন কান্তি রৌদ্র একাধিকবার ফোন দেয়া হলে তিনি রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিকাল সাড়ে তিনটার দিকে মালুমঘাট হাইওয়ে সড়ক ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
এএজেড
