নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ১৪ জেলেকে জরিমানা

প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ কারেন্ট জাল দিয়ে টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে মা ইলিশ শিকারের অপরাধে ১৪ জেলেকে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ১ লাখ মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. ইশরাত জাহান এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এর আগে বুধবার (১২ অক্টোবর) রাতে উপজেলার যমুনার গাবসারা ও অর্জুনা নদী এলাকায় মা ইলিশ নিধন রোধে অভিযান চালায় উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয় ও ভূঞাপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা। পরে যৌথ অভিযানে মা ইলিশসহ বিভিন্ন এলাকার ১৪ জেলেকে আটক এবং ১ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. ইশরাত জাহান বলেন, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যমুনা নদীতে মা ইলিশ শিকার করায় ১৪ জেলেকে ৫ হাজার টাকা করে ৭০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাদের ব্যবহত ১ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়। জব্দকৃত ৪ কেজি ইলিশ স্থানীয় এতিমখানায় দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এসজি
