দিনাজপুর জেলা পরিষদ নির্বাচন: প্রচারণায় মুখর ফুলবাড়ী
দিনাজপুর জেলা পরিষদ নির্বাচন ঘিরে প্রচারণা জমে উঠেছে ফুলবাড়ী উপজেলায়। উপজেলার শহর ও গ্রামের জনবহুল এলাকায় ছেঁয়ে গেছে প্রার্থীদের পোস্টার। ভোটারদের পক্ষে টানতে প্রার্থীরা বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁয় ভুরিভোজের আয়োজন করছে। অনেক প্রার্থী ভোট আদায়ে কাকডাকা ভোরে উঠে ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন। বের করছেন ভোটারদের সঙ্গে আত্মীয়তার সূত্র। প্রার্থীদের অনেকে নিজ দলের আদর্শের সঙ্গে যুক্ত এবং ভোট প্রাপ্তির আশায় ব্যক্তিগত সম্পর্ক ঝালাই করে নিচ্ছেন।
জেলা পরিষদের এ ভোট সাধারণের মাঝেও আলোচনার ঝড় তুলছে। প্রার্থীদের আদর্শ, চরিত্র ও আয়-রোজগারের বিষয়ে মানুষ খোঁজখবর নিচ্ছে। আলোচনায় স্থান পাচ্ছে প্রার্থীদের অতীত রাজনৈতিক কর্মকাণ্ড।
এবারের জেলা পরিষদের নির্বাচনে ৯নং ওয়ার্ড তথা ফুলবাড়ী উপজেলায় সাধারণ সদস্য পদে ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছেন তিনজন। তারা হলেন- উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পদক শফিকুল ইসলাম বাবু (তালা), সিনিয়র প্রভাষক সাংবাদিক আবু শহীদ (বৈদ্যুতিক পাখা) এবং পৌরসভার ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান (অটোরিকশা)।
বিভিন্ন ভোটারের সঙ্গে কথা বলে জানা গেছে, যে নীতি আদর্শের দিক থেকে ক্লিন ইমেজের অধিকারী তাকেই ভোট দেওয়া হবে। তবে ক্ষমতায় থাকা দলীয় প্রার্থীকেই বিজয়ী করলে বিভিন্ন উন্নয়নমূলক কাজের সুযোগ পাওয়া যাবে বলে আশা করছেন ভোটাররা।
এদিকে প্রার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দম ফেলার ফুসরত পাচ্ছেন না তারা। কয়েকদিন পরেই নির্বাচন। তাই কাকডাকা ভোর থেকেই গভীর রাত পর্যন্ত চষে বেড়াতে হচ্ছে উপজেলা পরিষদ, পৌরসভাসহ ইউনিয়ন পরিষদগুলো।
ফুলবাড়ী নির্বাচনী ওয়ার্ডে নারী সদস্য পদে ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা পারভিন ও হরিণ প্রতীক নিয়ে জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী লতিফা বেগম।
অন্যদিকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিন হেবিওয়েট প্রার্থী। তারা হলেন- জেলা জাতীয় পার্টির সভাপতি ও জাতীয় পাটির কেন্দ্রীয় সহ-সভাপতি দেলোওয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী এবং জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক তৈয়ব উদ্দিন চৌধুরী।
দিনাজপুর জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. শাহিনুর ইসলাম প্রামাণিক বলেন, কোনো প্রার্থী যদি নির্বাচনী আচরণবিধি অমান্য করে তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জেলার সদরসহ ১৩টি উপজেলা, ৯টি পৌরসভা ও ১০৩টি ইউনিয়ন নিয়ে গঠিত দিনাজপুর জেলা পরিষদ। মোট ভোটার সংখ্যা ১ হাজার ৪৭৯ জন। এর মধ্যে ফুলবাড়ীতে ১০৭ জন ভোটার রয়েছে। নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, নারী সদস্য পদে ১৫ জন এবং পুরুষ সদস্য পদে ৩৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তফসিল অনুযায়ী আগামী ১৭ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে।
এসজি