লক্ষ্মীপুরে কথা কাটাকাটির জেরে কিশোরকে ছুরিকাঘাত

লক্ষ্মীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় শাহাদাত হোসেন নামে এক কিশোরকে ছুরিকাঘাত করেছে প্রতিপক্ষের সদস্যরা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সুজন নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ। বুধবার (১২ অক্টোবর) সন্ধ্যায় লক্ষ্মীপুর শহরের লিল্লাহ জামে মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
আহত শাহাদাত হোসেন লক্ষ্মীপুর পৌর এলাকার বাঞ্চানগর গ্রামের আবুল কাশেমের ছেলে। আর আটক সুজন পৌর এলাকার বাসিন্দা মো. খোকনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার বিকাল থেকে শহরের এন আহাম্মদিয়া স্কুল মাঠে শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা চলছিল। সন্ধ্যায় অনুষ্ঠানস্থলের সামনে চার—পাঁচজন কিশোরের মধ্যে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে ওই কিশোররা ধারালো অস্ত্র দিয়ে শাহাদাতকে কুপিয়ে জখম করে। পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। অন্য ৩ জন আহতদের স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
এদিকে জেলা শ্রমিকলীগের আহ্বায়ক ইউসুফ পাটওয়ারী বলেন, অনুষ্ঠানের বাহিরে কে বা কাহারা সংঘর্ষে জড়িয়েছে আমরা জানি না। আহত বা হামলাকারী কেউ শ্রমিকলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নয়।
এ ব্যাপারে লক্ষ্মীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোসলেহ উদ্দিন জানান, কথা কাটাকাটির এক পর্যায়ে ছুরিকাঘাতে এক কিশোর গুরুতর আহত হয়েছে। তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
এসআইএইচ
