জনগণ গভীরভাবে ক্ষুব্ধ-ব্যথিত-মর্মাহত: রিপন
গাইবান্ধা-৫ (সাঘাটা ফুলছড়ি) আসনে উপনির্বাচন বন্ধ ঘোষণার প্রতিবাদ জানিয়ে নৌকার প্রার্থী ও সাবেক ছাত্রলীগ সভাপতি মাহমুদ হাসান রিপন বলেছেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্তে জনগণ গভীরভাবে ক্ষুব্ধ-ব্যথিত ও মর্মাহত। আমরা বৃহত্তর স্বার্থে জনগণকে শান্ত করেছি। একই সঙ্গে যেসব কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হয়েছে, সেসব কেন্দ্রের ফলাফল ঘোষণার আহ্বান জানান তিনি।
বুধবার (১২ অক্টোবর) বিকেলে সাঘাটা উপজেলার বোনারপাড়াস্থ আওয়ামীলীগ পার্টি অফিসে সংবাদ সম্মলনে তিনি এসব কথা বলেন।
মাহমুদ হাসান রিপন বলেন, আজ ১২ অক্টোবর সকাল ৮টা থেকে ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছিল। এসময় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কোনো সংঘর্ষ-সংঘাত হয়নি। অথচ কোনো বাস্তবসম্মত যুক্তি ছাড়াই নির্বাচন কমিশন বেশ কিছু কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করে। যা সাধারণ ভোটারদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। তারপরও আমরা এই নির্বাচন কমিশনের এক তরফা সিদ্ধান্ত মেনে চলি।
তিনি আরও বলেন, অজ্ঞাত কারণে দুপুর আড়াইটার দিকে নির্বাচন কমিশনার পুরো নির্বাচন স্থগিত করে। যা সাধারণ ভোটার ও এলাকাবাসীকে ক্ষুব্ধ করেছে। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সেই সঙ্গে যেসব কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে, অবিলম্বে সেইসব কেন্দ্রের ফলাফল ঘোষণাসহ আর যেসব কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে সেগুলোতে পুণরায় ভোট গ্রহণের আহ্বান জানাচ্ছি।
এই সম্মেলেন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত: গত ২৩ জুলাই সাবেক ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে গাইবান্ধা-৫ আসনটি শূন্য হয়। যার ফলে সংসদীয় এই আসনে আজ ১২ অক্টোবর ভোট গ্রহণ শুরু হয়েছিল। এরই মধ্যে নানা অনিয়মের অভিযোগ এনে নির্বাচন বন্ধ ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।
এসএন