কক্সবাজার সুগন্ধা পয়েন্টে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

কক্সবাজারের কলাতলীর সুগন্ধা পয়েন্টে দুই শতাধিক অবৈধ ঝুঁপড়ি দোকান উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। দীর্ঘদিন ধরে উচ্চ আদালতে মামলার জটিলতা শেষে এই উচ্ছেদ অভিযানের আদেশ দিয়েছেন হাইকোর্ট।
সোমবার (১০ অক্টোবর) সকাল ১১টার দিকে হাইকোর্টের এই রায় বাস্তবায়নে প্রথম ধাপে সৈকতের সুগন্ধা পয়েন্টে উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানে উত্তর পাশের লাল মিয়া মার্কেটের ৩০ টির মত অবৈধ দোকান গুঁড়িয়ে দেয়া হয়।
কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানে আরও উপস্থিত ছিলেন শতাধিক পুলিশ, আনসারসহ কউক সদস্যরা।
এদিকে সুগন্ধা পয়েন্টে দক্ষিণ পাশের মার্কেটের সভাপতি রুবেল খান বলেন, তাদের ৩১ অক্টোবর পর্যন্ত উচ্চ আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। তাদের প্রশাসন বলেছিলো নিজ উদ্দ্যেগে সরে যেতে। তবে তারা সৈকতের বালিয়াড়িতে দীর্ঘ ৪০ বছর ধরে ব্যবসা করে আসছে দাবী করে সরকারের কাছে পূর্ণবাসন চান।
জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ বলেন, উচ্চ আদালতের রায় অনুসারে সৈকতসহ সরকারি জমিতে গড়ে ওঠা সকল অবৈধ স্থাপনা ক্রমান্বয়ে উচ্ছেদ করা হবে।
এএজেড
