সাফ জয়ী নারী ফুটবলারদের সংবর্ধনা দিল ইউপিডিএফ

খাগড়াছড়িতে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশীপ-২০২২ এ অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের ৫জন খেলোয়াড় ও সহকারী কোচসহ ৬ জনকে সংবর্ধনা দিয়েছে পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ (গণতান্ত্রিক)।
সোমবার (১০ অক্টোবর) খাগড়াছড়িতে একটি অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে কৃতি ফুটবল কন্যা ঋতুপর্ণা চাকমা, রুপনা চাকমা,আনাই মগিনী, আনুচিং মগিনী,মনিকা চাকমা ও সহকারী কোচ তৃষ্ণা চাকমাদের সংবর্ধনা জানানো হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় ও সংশ্লিষ্ট ৬ জনকে ক্রেস্ট, উপহার সামগ্রী এবং জনপ্রতি ৫০ হাজার টাকা করে ৩ লক্ষ কোটি টাকার চেক প্রদান করা হয়।
অনুষ্ঠানে ইউপিডিএফের (গণতান্ত্রিক) সাংগঠনিক সম্পাদক অমর কান্তি চাকমার সঞ্চালনায় কেন্দ্রীয় সাধারন সম্পাদক মিটন চাকমার সার্বিক সহযোগিতায় প্রধান অতিথি ছিলেন, ইউপিডিএফের (গণতান্ত্রিক) কেন্দ্রীয় সভাপতি শ্যামল কান্তি চাকমা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলছড়ি ইউপি চেয়ারম্যান সুনীল চাকমা, সংগঠনটির রাঙামাটি জেলা কমিটির আহবায়ক বরুণ বিকাশ চাকমা, ইউপিডিএফ গণতান্ত্রিক এর খাগড়াছড়ি জেলা কমিটির সভাপতি আলোকময় চাকমা,সদস্য সবিনয় চাকমা প্রমূখ।
উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর ২০২২ তারিখে নেপালের কাঠমুন্ডুতে অনুষ্ঠিত সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশীপ-২০২২ এ বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল ফাইনালে শক্তিশালী নেপালকে ৩-১ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। দক্ষিণ এশিয়ার নারীদের শ্রেষ্ঠত্বের লড়াই এই সাফ ফুটবল চ্যাম্পিয়নশীপ আসর।
এএজেড
