ভূমি বেদখলের প্রতিবাদে সাজেকে বিক্ষোভ মিছিল
বেদখলকৃত ভূমি ফেরত প্রদান, আভ্যন্তরীন উদ্বাস্তুদের নিজ জমিতে পুর্নবাসন ও ক্ষতিপূরন এবং ভূমি বেদখলের প্রতিবাদে রাঙামাটির সাজেকের দোপাদা এলাকা বিক্ষোভ-সমাবেশ করা হয়েছে। ১০ অক্টোবর সোমবার সকালে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের(ইউপিডিএফ) বাঘাইছড়ি ইউনিটের উদ্যোগে আয়োজিত সমাবেশে বক্তব্যে রাখেন বৃহত্তর পাহাড়ী ছাত্র পরিষদের জেলা শাখার সাধারন সম্পাদক অসেন্টু চাকমাসহ অনান্যরা।
সমাবেশে সাজেক ইউনিয়নের মাচালং, দোপাদাসহ বিভিন্ন এলাকার শত শত নারী-পুরুষ অংশ নেন। এর আগে সাজেক-বাঘাইহাট সড়কের দোপাদা এলাকায় বিক্ষোভ মিছিল বের করা হয়।
সমাবেশে বক্তারা বলেন,পার্বত্য চট্টগ্রামের সমস্যাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ভূমি সমস্যা। এদেশের শাসকগোষ্ঠি পরিকল্পিতভাবে লক্ষ লক্ষ সেটলার বাঙালিকে অনুপ্রবেশ ঘটিয়ে তাদেরকে পাহাড়িদের জায়গায় পুনর্বাসনের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে এই ভুমি সমস্যাকে জটিল করে তুলেছে।
পার্বত্য চট্টগ্রামে অধিকার আদায়ের ন্যায্য আন্দোলন দমনের লক্ষ্য সরকার পাহাড়িদের ওপর নিপীড়ন-নির্যাতন ও ভুমি থেকে উচ্ছেদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। সাজেকসহ গোটা পার্বত্য চট্টগ্রামে এখন ভুমি আগ্রাসন চলছে।
সরকারের প্রতিশ্রুতি ও চুক্তি মোতাবেক ভারত প্রত্যাগত জুম্ম শরণার্থী ও অভ্যন্তরীণ জুম্ম উদ্বাস্তুদের পুনর্বাসনে সরকার এখনো সঠিক কোন উদ্যোগ নেয়নি। ভারত প্রত্যাগত শরণার্থীরা এখনো তাদের ভিটেমাটি ও জমিজমা ফেরত পায়নি।
বক্তারা সাম্প্রতিক সময়ে বান্দরবানের লামা উপজেলায় লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড কর্তৃক প্রশাসনের সহযোগিতায় ম্রো ও ত্রিপুরাদের ৪০০একর জুমভুমি জবরদখল করে সেখান থেকে তাদেরকে উচ্ছেদের চেষ্টা চলছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এএজেড