সিংড়ায় দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় নিহত আরও ১
নাটোরের সিংড়া উপজেলার বামিহাল এলাকায় বিবাদমান দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আরো ১ জনের মৃত্যু হয়েছে। রামেকে চিকিৎসাধীন অবস্থায়,সোমবার ভোরে তার মৃত্যু হয়। এ নিয়ে ওই সংঘর্ষের ঘটনায় মৃতের সংখ্যা হলো ২ জন। অপরদিকে ওই ঘটনায় এখনো রামেকে আরো ৩ জন চিকিৎসাধীন। নিহত ওই ব্যক্তির নাম রুহুল আমিন। তিনি বামিহাল দাশোপাড়া গ্রামের শাহজাহান আলীর ছেলে এবং বিবাদমান কুদ্দুস-ফরিদ গ্রুপের অনুসারী।
সিংড়া,থানার ওসি মিজানুর রহমান এবং রাজশাহী রাজপাড়া থানার ওসি জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। প্রসঙ্গত দীর্ঘদিন থেকেই আফতাব গ্রুপ ও কুদ্দুস- ফরিদ গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে উত্তেজনা বিরাজ করছিলো। এরই ধারাবাহিকতায় রবিবার রাত ৮ টার দিকে আফতাবের নেতৃত্বে বামিহাল দশোপাড়ায় কুদ্দুস গ্রুপের লোকজনের ওপর হামলা চালানো হয়।
এতে কুদ্দুস গ্রপের মাসুদ, রুহুল ও মুসা আহত হয়। কিছুক্ষণ পর কুদ্দুসের নেতৃত্বে তার অনুসারীরা বামিহাল বাসস্ট্যান্ড এলাকায় অবস্থানরত আফতাব গ্রুপের উপর পাল্টা হামলা করে। এসময় তারা আফতাব ও কালামকে ধারালো অস্ত্রের আঘাতে জখম করে। পরে উভয়গ্রপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলতে থাকে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আফতাবকে মৃত ঘোষণা করেন। এসময় অপর আহত ৪ জনকে রামেকে রেফার্ড করেন ডাক্তার।
সংঘর্ষে প্রথম নিহত গ্রুপ প্রধান আফতাব উদ্দিন ওই ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি গত ইউপি নির্বাচনে পরাজিত মেম্বার প্রার্থী। অপর আহতদের মধ্যে আফতাবের ভাই ওই ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম এবং প্রতিপক্ষ কুদ্দুস-ফরিদ গ্রুপের অনুসারী মাসুদ ও মুসা রামেকে চিকিৎসাধীন। প্রতিপক্ষ কুদ্দুস ওই ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এবং দুই বারের বিএনপি সমর্থিত পরাজিত চেয়ারম্যান প্রার্থী। আর তার ভাই ফরিদ ওই ইউনিয়ন আ'লীগের সহ সভাপতি।
এএজেড