বিদেশে পাঠানোর কথা বলে প্রতারণা, অবশেষে ধরা

প্রবাসে লোক পাঠানোর কথা বলে পাসপোর্ট ও টাকা নিয়ে প্রতারণা করে আসছিলেন মো. নাসির হোসেন (৩৮)। অবশেষে তাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)।
রবিবার (৯ অক্টোবর) বিকালে ঢাকার কেরানীগঞ্জ থেকে তাকে আটক করা হয়।
সোমবার (১০ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-৪-এর মানিকগঞ্জ অঞ্চলের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মো. আরিফ হোসেন।
মানিকগঞ্জের সাটুরিয়ার বেশ কয়েকজন ভুক্তভোগী এ বিষয়ে অভিযোগ করলে তাদের অভিযোগের প্রেক্ষিতে ঢাকার কেরানীগঞ্জের কলাতিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, নাসির হোসেন ঢাকার কামরাঙ্গীরচর এলাকার আনিসুর রহমানের ছেলে। তিনি ঢাকা ও মানিকগঞ্জের বিভিন্নজনকে বিদেশে পাঠানোর কথা বলে পাসপোর্ট ও টাকা নিয়ে প্রতারণা করে আসছিলেন। নাসিরের দেয়া তথ্যমতে, ১৮টি পাসপোর্ট, ৫ হাজার ২৯০ টাকা এবং সিম কার্ডসহ একটি মোবাইল জব্দ করা হয়।
আরিফ হোসেন বলেন, নাসির একজন পেশাদার প্রতারক। আইনি প্রক্রিয়া শেষে তাকে সাটুরিয়া থানায় হস্তান্তর করা হবে।
এসজি
