গাইবান্ধায় জাতির পিতাকে অবমাননা, কার্যালয় ভাঙচুর

গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহমুদ হাসান রিপনের নির্বাচনী কার্যালয় ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি মেঝেতে ছেঁড়া অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
রবিবার (৯ অক্টোবর) সকালে ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দক্ষিণকাঠুর নাড্ডার মোড়ে অবস্থিত কার্যালয়ে গিয়ে ভাঙচুরের বিষয়টি জানতে পারেন কর্মী-স্থানীয়রা।
স্থানীয়রা জানান, সকালে নৌকার কর্মীরা নির্বাচনী প্রচারণার কাজে এসে ঘরের তালা ভাঙা অবস্থায় দেখতে যান। পরে তারা কার্যালয়ের ভেতরে ঢুকে চেয়ার-টেবিল ভাঙচুরসহ বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ছেঁড়া অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। শনিবার (৮ অক্টোবর) রাতের কোনো একসময় প্রতিহিংসামূলক এ ঘটনা ঘটানো হয়েছে বলে ধারণা তাদের।
এ বিষয়ে উদাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান বাদশা বলেন, রাতের অন্ধকারে কে বা কারা আমাদের নির্বাচনী অফিস ভাঙচুর করেছে। আমাদের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে ও নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে বিরোধী দলের লোকেরা এ ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেন তিনি।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী বলেন, খবর পেয়ে ওই নির্বাচনী কার্যালয় পরিদর্শন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে তদন্ত চলছে। বিকাল ৪টা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা-অভিযোগ হয়নি।
এসজি
