সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু

কক্সবাজারে হোটেলের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে ২ শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার (৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে ‘কক্স ওশান কটেজ’ এর সেপটিক ট্যাংকে নেমে তাদের মৃত্যু হয়।
নিহত দুই শ্রমিক হলেন- কাশেম (৪৫) ও জাম্বু (২৪)। হামিদ নামে আরেক শ্রমিক চিকিৎসাধীন রয়েছে। তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি।
জানা গেছে, ‘কক্স ওশান কটেজ’টি ভেঙে নতুনভাবে নির্মাণ করা হচ্ছে। কটেজ মালিক প্রবাসী মোস্তাকের হয়ে কটেজটি দেখাশুনা করছেন জাকারিয়া ও আশরাফ নামে দুই ব্যক্তি। তাদের মাধ্যমে পুরোনো কটেজ ভেঙে নতুনভাবে নির্মাণের কাজ করছে আবুল নামে এক ঠিকাদার। আজ দুপুর ১২টার দিকে কটেজের সেপটিক ট্যাংকের সাটারিং খুলে এক শ্রমিক ভেতরে ঢুকে। দীর্ঘক্ষণ তার সাড়া শব্দ না পেয়ে আরও দুই শ্রমিক সেখানে নামেন। একপর্যায়ে তারা সেখানে অজ্ঞান হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে সেপটিক ট্যাংক থেকে তিন শ্রমিককে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুই শ্রমিকের মৃত্যু হয়। তাদের মৃত্যুর পর ঘটনাস্থল থেকে পালিয়ে যান কটেজ নির্মাণের ঠিকাদার আবুল ও মালিকের ভাই আশরাফ।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসজি
