বিলোনিয়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ফেনীর পরশুরামের বিলোনিয়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে স্বাভাবিক রয়েছে বিলোনিয়া ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্ট যাত্রী পারাপার।
রবিবার (৯ অক্টোবর) বিলোনিয়া স্থলবন্দর দিয়ে দু'দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধের বিষয়টি নিশ্চিত করেন বিলোনিয়া শুল্ক স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা তানভীর আহমেদ।
তিনি বলেন, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আজ সরকারি ছুটি হওয়ায় সকাল থেকে এ বন্দর দিয়ে দু'দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। সোমবার সকাল থেকে আবারও আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।
বিলোনিয়া স্থলবন্দরের লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ইব্রাহিম ভূঞা জানান, ৯ অক্টোবর বন্দরের কার্যক্রম বন্ধ। ১০ অক্টোবর আবার বন্দর সচল হলে শ্রমিকদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে আসবে।
বিলোনিয়া ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ইমাম হোসেন বলেন, সরকারি ছুটির কারণে বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
এসজি