বান্দরবানে ওয়াগ্যোয়াই পোয়ে উৎসব শুরু
ফানুস ওড়ানোর মধ্য দিয়ে বান্দরবানে বৌদ্ধ ধর্মাবলম্বী মারমা সম্প্রদায়ের তিন দিনব্যাপী মহাওয়াগ্যোয়াই পোয়ে বা প্রবারণা উৎসব শনিবার শুরু হয়েছে। শনিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং সন্ধ্যায় ফানুস উড়িয়ে জেলা শহরের রাজার মাঠে এ উৎসবের উদ্বোধন করেন।
ওয়াগ্যোয়াই পোয়ে উৎসবের সভাপতি থেওয়াং (হ্লা এ মং) এর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী। ওয়াগ্যোয়াই উৎসব উদযাপন পরিষদ উদ্যোগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ওড়ানো হয় ফানুস। উড়ন্ত ফানুসে রঙিন হয়ে ওঠে রাতের আকাশ। পরে রাজার মাঠে বিভিন্ন শিল্পী সংগঠনের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
ওয়াগ্যোয়াই উৎসব উদযাপন পরিষদের ঘোষিত কর্মসূচি অনুযায়ী রোববার মূল প্রবারণা বা ওয়াগ্যোয়াই। বিহারে বিহারে প্রার্থনা, পঞ্চশীল গ্রহণ, মঙ্গলসূত্র পাঠসহ বিভিন্ন ধর্মীয় আনুষ্ঠানিকতা হবে। সন্ধ্যায় মঙ্গল রথ খ্যাংওয়া কিয়ং (রাজবিহার) ও উজানীপাড়া বিহারে নিয়ে যাওয়া হবে। রাতে জাদিপাড়ায় পিঠা তৈরি উৎসব হওয়ার কথা রয়েছে।
সোমবার মঙ্গলরথ পুণ্যার্থীদের মাঙ্গলিক পূজার জন্য জেলা শহরের বিভিন্ন সড়কে ঘুরে বেড়াবে। রাতে পূজা শেষে নির্বাণ লাভ করা উপগুপ্তের উদ্দেশে শঙ্খ নদে মঙ্গল রথ বিসর্জন দেওয়া হবে। বৌদ্ধ ভিক্ষুরা আষাঢ় মাসের পূর্ণিমার দিন থেকে আশ্বিনের পূর্ণিমা পর্যন্ত বর্ষাবাস করেন। বর্ষাবাস শেষ হওয়া আশ্বিন মাসের পূর্ণিমাকে প্রবারণা বা মারমা ভাষায় ওয়াগ্যোয়াই পোয়ে বলা হয়।
এএজেড